AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sarfaraz Khan: সেঞ্চুরির পর বিরাট-রোহিত-গৌতম ত্রয়ীর থেকে কী বার্তা পেয়েছেন সরফরাজ খান?

IND vs NZ: টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরির পর সরফরাজ খানকে (Sarfaraz Khan) দেশ-বিদেশের অনেকেই প্রশংসায় ভরাচ্ছেন। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা সেঞ্চুরিয়ন সরফরাজকে কী বলেছিলেন? কোচ গৌতম গম্ভীরই বা কী বলেছিলেন টেস্টে প্রথম শতরান করা সরফরাজকে?

Sarfaraz Khan: সেঞ্চুরির পর বিরাট-রোহিত-গৌতম ত্রয়ীর থেকে কী বার্তা পেয়েছেন সরফরাজ খান?
Sarfaraz Khan: সেঞ্চুরির পর বিরাট-রোহিত-গৌতম ত্রয়ীর থেকে কী বার্তা পেয়েছেন সরফরাজ খান?Image Credit: PTI
| Updated on: Oct 20, 2024 | 1:50 PM
Share

কলকাতা: কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে শতরান হাঁকিয়েছেন সরফরাজ খান। কিউয়িদের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরিও আসতে পারত তাঁর ব্যাটে। শতরানে থেমে থাকেননি তিনি। দেখতে দেখতে মেজাজে ১৫০ রান করেন। কিন্তু তারপর আর বেশিক্ষণ তাঁর মাঠে থাকা হয়নি। আউট হয়ে যান। তবে টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরির পর সরফরাজ খানকে (Sarfaraz Khan) দেশ-বিদেশের অনেকেই প্রশংসায় ভরাচ্ছেন। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা সেঞ্চুরিয়ন সরফরাজকে কী বলেছিলেন? কোচ গৌতম গম্ভীরই বা কী বলেছিলেন টেস্টে প্রথম শতরান করা সরফরাজকে? বোর্ডের শেয়ার করা এক ভিডিয়োতে সরফরাজ তা জানিয়েছেন।

বেঙ্গালুরু টেস্টে সরফরাজ খানের ১৫০ রানের ইনিংসের পর ভারত লড়াকু জায়গায় পৌঁছে যায়। বিরাটের সঙ্গে দীর্ঘ সময় ক্রিজে কাটান সরফরাজ। যা তাঁর স্বপ্নপূরণ করেছে। এই প্রসঙ্গে বিসিসিআই টিভির এক ভিডিয়োতে সরফরাজ বলেন, ‘ছোট থেকে বিরাট ভাইকে দেখতাম। স্বপ্ন ছিল একসঙ্গে খেলব। আরসিবিতে একসঙ্গে খেলেছি। সেই স্বপ্ন পূরণ হয়েছিল। ভারতের জার্সিতেও বিরাট ভাইয়ের সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম। এক ড্রেসিংরুম শেয়ার করার কথা বরাবর ভাবতাম। এটা জানতাম না যে তাঁর সঙ্গে একসঙ্গে কখনও খেলতে পারব। তিনি আমাকে বলেছিলেন, চাপমুক্ত হয়ে খেলো। নিজের পছন্দের শট খেলো। অনেক আত্মবিশ্বাস জোগাচ্ছিলেন তিনি। আমার জন্য স্বপ্নের মতো একটা দিন ছিল।’

ক্যাপ্টেন-কোচ ও বিরাট বেঙ্গালুরুতে সেঞ্চুরির পর সরফরাজকে কী বলেছিলেন? তাঁর কথায়, ‘খুব বেশি কথা হয়নি। কিন্তু রোহিত ভাইয়ের মতো ক্যাপ্টেন ও ক্রিকেটার যখন এসে বলে ভালো খেলেছো, বিরাট ভাইয়ের মতো ক্রিকেটার বলে ভালো খেলেছো, তখন একটা গর্বের মুহূর্ত তৈরি হয়। গৌতম স্যারও বলেছেন, ভালো খেলেছি আমি। এত মহান মহান ক্রিকেটাররা ভালো বললে সত্যিই ভালো লাগে।’