Cricket World Cup 2023: রোহিত-বিরাটদের মাঠে বিশ্বকাপ জেতার স্বপ্ন, নিউজিল্যান্ড তুলে নিল এক অন্য সৌরভকে!

৫ অক্টোবর ঘরের মাঠে শুরু হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ (Cricket World Cup)। তাতেও যে ভারতীয়দের উপর বিদেশি টিমগুলো অগাধ আস্থা রাখবে, তাতে আর আশ্চর্য কী! তা-ই করা হচ্ছে, তবে একটু অন্য ভাবে।

Cricket World Cup 2023: রোহিত-বিরাটদের মাঠে বিশ্বকাপ জেতার স্বপ্ন, নিউজিল্যান্ড তুলে নিল এক অন্য সৌরভকে!
রোহিত-বিরাটদের মাঠে বিশ্বকাপ জেতার স্বপ্ন, নিউজিল্যান্ড তুলে নিল এক অন্য সৌরভকে!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 7:30 AM

নয়াদিল্লি: ভারত সফরে এলে উপমহাদেশের যে কোনও বিদেশি টিম ভারতীয়দের উপরেই ভরসা করে। রঞ্জি বা আইপিএলে দারুণ পারফর্ম করা কোনও স্পিনারের ডাক পড়ে নেটে। প্রাক্তন স্পিনারকে ডাকা হয় বিদেশি টিমের স্পিনারদের ট্রেনিং দেওয়ার জন্য। ৫ অক্টোবর ঘরের মাঠে শুরু হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ (Cricket World Cup)। তাতেও যে ভারতীয়দের উপর বিদেশি টিমগুলো অগাধ আস্থা রাখবে, তাতে আর আশ্চর্য কী! তা-ই করা হচ্ছে, তবে একটু অন্য ভাবে। মুম্বইয়ের সিনিয়র রঞ্জি টিম এবং আইপিএলের রাজস্থান রয়্যালসের এক পারফরম্যান্স অ্যানালিস্টকে ইতিমধ্যেই কোচিং স্টাফের অঙ্গ করে ফেলেছে নিউজিল্যান্ড টিম। টম ল্যাথাম, কেন উইলিয়ামসনদের টিম গত বিশ্বকাপে রানার্স। ভারতের মাটিতে চ্যাম্পিয়ন হতে গেলে যে শুধু টিমের এবিলিটির উপর আস্থা রাখা যাবে না, ল্যাথামরা ভালোই জানেন। কোন ভারতীয় অ্যানালিস্টকে নিল কিউয়িরা? এই প্রতিবেদনে তুলে ধরল TV9Bangla Sports

সৌরভ ওয়াকারের নাম ঘরোয়া ক্রিকেটের বাইরে এতদিন খুব একটা পরিচিত ছিল না। ক্রিকেট মহলও খুব একটা শোনেনি। গত আট বছর ধরে মুম্বই রঞ্জি টিম ও রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। দুটো টিমই যথেষ্ট সাফল্য় পেয়েছে তাঁর সময়ে। যে কোনও সৌরভ পরিচিত হয়ে উঠেছেন। আপাতত তিনি হান্ড্রেড-এ জস বাটলারের ম্যাঞ্চেস্টার অরিজিনালসের সঙ্গে কাজ করছেন। সেখানেই তাঁকে অফার করা হয়েছে নিউজিল্যান্ড টিমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সৌরভ যে ধরনের কাজ করেন, তাতে তাঁর সংযুক্তি নিশ্চিত ভাবে কিউয়িদের পারফরম্যান্স বাড়াতে সাহায্য করবে।

সৌরভ বলেছেন, ‘বিশ্বকাপে ভারতীয় পিচ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই বিষয়ে আমি নজর দেব। কারণ ঠিকঠাক স্ট্র্যাটেজি করতে হলে পিচ ভালো ভাবে বুঝতে হবে। সে দিক থেকে দেখলে নিউজিল্যান্ড টিমের হয়ে বিশ্বকাপে কাজ করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হতে চলেছে আমার কাছে। আমি বিশ্বকাপের অন্য টিমগুলো নিয়ে কাজ শুরু করে দিয়েছি। বিশেষ করে ভারতীয় টিমকে নিয়ে বাড়তি কাজ করতে হবে। খুব ভালো করে জানি, নিউজিল্যান্ড টিম আমার কাছে ভারতীয় টিম সম্পর্কে বাড়তি তথ্য পাবে। আমি রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শার্দূল ঠাকুরদের সঙ্গে কাজ করেছি। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিডকে সব রকম সাহায্য করার জন্য তৈরি।’

৩৮ বছরের সৌরভ ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে হঠাৎই ছেড়ে দিয়েছিলেন। ২০০৬ সালে স্পোর্টস বায়োমেকানিকস নিয়ে এক বছরের ডিপ্লোমা কোর্স করেন। ২০০৭ সালে মুম্বইয়ের পারফরম্যান্স অ্যানালিস্টের সহকারী হিসেবে হাতেখড়ি। রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করার পাশাপাশি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান টিমের অ্যানালিস্টও ছিলেন সৌরভ। সেই তাঁকেই এ বার ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিশ্বকাপ জেতার নীলনকশা তৈরি করতে হবে।