Nabanna: অস্তিত্ব শেষ! কাল থেকে ভোরে আপনার দুয়ারে পৌঁছবে না ‘মাদার ডেয়ারি’, নতুন কী সিদ্ধান্ত রাজ্যের?
Mother Dairy: বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী জানান, নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেজ লিমিটেড ব্যবসায়ীদের সম্মেলনে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা বলেছিল ওয়্যার হাউসের জন্য। তাতে ১১.৩৫ একর জমি সিলিং সারপ্লাস ছিল।

কলকাতা: আজ, এই মুহূর্ত থেকে আর বাংলায় মাদার ডেয়ারির কোনও অস্তিত্ব থাকবে না। মাদার ডেয়ারি সংযুক্ত হল বাংলার ডেয়ারির সঙ্গে। ব্র্যান্ডের নতুন নাম হল ‘বাংলা ডেয়ারি’। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “মাদার ডেয়ারি ক্যালকাটা এবং বাংলার ডেয়ারির নাম শুনেছেন। মাদার ডেয়ারির পুরোটা বাংলার ডেয়ারির সঙ্গে মার্জার হল। এ বার থেকে বাংলার ডেয়ারি হিসাবে পাওয়া যাবে। আজ থেকে মাদার ডেয়ারির কোনও অস্তিত্ব থাকবে না।”
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী জানান, নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেজ লিমিটেড ব্যবসায়ীদের সম্মেলনে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা বলেছিল ওয়্যার হাউসের জন্য। তাতে ১১.৩৫ একর জমি সিলিং সারপ্লাস ছিল। তিনি বলেন, “সেই জমি রিজিউম করে নিয়ে আবার ভেস্ট করে যে টুকু টাকা দেওয়ার তারা দিয়েছে।” দুটি বহুজাতিক বিপণনী সংস্থার ওয়ার হাউজিংয়ের জন্য।
হাওড়ার অঙ্কুরহাটিতে ০.৫ একর জমি টেকনিক্যাল এডুকেশন এন্ড স্কিলড ডিপার্টমেন্ট রয়েছে, তারা প্রশিক্ষণ দেয়। এবার রাজ্য সরকারের তরফে সেই জমিটি দেওয়া হয়। সেটা জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের জন্য। কাজটি WBIDC করবে। পাশাপাশি, ৪ টি প্লট ৩০.৪২ একর খড়্গপুর বিদ্যাসাগরে, পানাগড় ১.৩৭ একর, ২.৭৭ একর হরিণঘাটাকে দেওয়া হয়েছে। জঙ্গলসুন্দরী কর্মনগরীর জন্য ১১৫ একর জমি এবং ডোমজুড়ের অফিস স্পেসের জন্য ২০৮৪,২৬ স্কোয়ার ফুট দেওয়া হবে জেমস এন্ড জুয়েলারি পার্কের জন্য।
পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎর ব্যাপক চাহিদার জন্য বিড করা হয়। জেএসডব্লিউ এনার্জি লিমিটেড বিড করেছিল। কত কিলোওয়াট বিদ্যুৎ দিতে পারবে বলে জানতে চাওয়া হয়েছিল।জেএসডব্লিউ এনার্জি লিমিটেড জানিয়েছে, তারা প্রতি ঘণ্টায় ৫.৮১ কিলোওয়াট দিতে পারবে। আর সেই কারণে বিদ্যুতের নতুন করে জমি দেওয়া হবে। পিপিপি মডেলে দুটি কেন্দ্র হবে। ৮০০ করে দুটি অর্থাৎ মোট ১৬০০ মেগাওয়াট নিউ ক্রিটিক্যাল সুপার পাওয়ার প্লান্ট তৈরি করবে। মন্ত্রিসভা সিলমোহর দিয়েছে।
