AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট অধিনায়ক কে? উঠে আসছে একাধিক নাম!

India Tour of England: নতুন ক্যাপ্টেনের হাত ধরে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতে চাইছে বোর্ড? এতেই শেষ নয়, ভারতের সহ অধিনায়ক জসপ্রীত বুমরার চোটের যা বহর, তাঁকে পুরো ইংল্যান্ড সফরে নাও পাওয়া যেতে পারে। তাঁরই বা বিকল্প কে হবেন?

Indian Cricket: ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট অধিনায়ক কে? উঠে আসছে একাধিক নাম!
Image Credit: PTI FILE
| Updated on: May 05, 2025 | 5:36 PM
Share

কলকাতা: ঘরের মাঠে নিউজিল্যান্ড, বাইরের মাঠে অস্ট্রেলিয়া— পর পর দুটো সিরিজে ভরাডুবি হয়েছে ভারতের। সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে বিসিসিআই। জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। এর আগেই দলের নেতৃত্বের বিকল্পগুলি সম্পর্কে বিবেচনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা ভারতের টেস্ট অধিনায়ক হলেও তাঁকে নাকি বোর্ডের পক্ষ থেকে ক্যাপ্টেন্সি গ্যারান্টি দেওয়া হয়নি। তা হলে নতুন ক্যাপ্টেনের হাত ধরে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতে চাইছে বোর্ড? এতেই শেষ নয়, ভারতের সহ অধিনায়ক জসপ্রীত বুমরার চোটের যা বহর, তাঁকে পুরো ইংল্যান্ড সফরে নাও পাওয়া যেতে পারে। তাঁরই বা বিকল্প কে হবেন?

অস্ট্রেলিয়া সফরে চরম ভবাডুবির পর রোহিতের অবসরের গুজব ছড়িয়ে পড়েছিল। কিন্তু বোর্ডের তরফে অধিনায়কত্বে কোনও পরিবর্তন এখনও করা হয়নি। অনেকেই মনে করছেন, ইংল্যান্ড সফর রোহিতের কেরিয়ারের শেষ সিরিজ হতে পারে। তবে ৩৮ বছর বয়সী এই খেলোয়াড় এখনও তাঁর অবসরের ভাবনা জানাননি। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনের অনুসারে, শুভমান গিলকে ইংল্যান্ড সফরে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। ইতিমধ্যেই তাঁকে টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আরও একজন সিনিয়র ভারতীয় ক্রিকেটারও স্বল্পমেয়াদি অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বিসিসিআই দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতেই আগ্রহী।

সংবাদ সংস্থাটি দাবি করেছে যে, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও দীর্ঘমেয়াদি ক্যাপ্টেন চাইছেন। স্টপ-গ্যাপে তাঁর আগ্রহ নেই। বোর্ডের এক সূত্র বলেছেন, “একটি নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মরসুম শুরু হচ্ছে। দলের ভবিষ্যৎ এবং ধারাবাহিকতা মাথায় রাখতে হবে। এমনকি কোচ গৌতম গম্ভীরও এমন কিছু খেলোয়াড় চাইবে, যাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে। এত গুরুত্বপূর্ণ সিরিজের জন্য স্টপ-গ্যাপ কোনও সমাধান হতে পারে না। শেষ দুটি টেস্ট সিরিজ দলের জন্য ভালো যায়নি। সব দিক থেকে ইংল্যান্ড সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।”

গিলকে ভাইস ক্যাপ্টন হিসেবে ভাবা হলেও ঋষভ পন্থের নামও রয়েছে। টেস্টে গিলের ব্যাটিংয়ে ধারাবাহিকতার নিয়ে প্রশ্ন থাকছে। যদিও চেতেশ্বর পূজারার জায়গায় ভারতীয় টেস্ট দলে গিল ৩ নম্বর স্থানে এখন টেস্টে ব্যাট করেন। গিল তার কেরিয়ারে ১৮৯৩ রান করেছেন টেস্ট ক্রিকেটে। যার মধ্যে মাত্র ৬৪৯ রান দেশের বাইরে করেছেন। তাই ইংল্যান্ড সফরটি ভারতীয় ব্যাটসম্যানের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করা হচ্ছে। পন্থের ক্ষেত্রেও রয়েছে খারাপ ফর্ম। আইপিএলে লখনউয়ের হয়ে একটাই মাত্র হাফসেঞ্চুরি করেছেন। তবে পন্থ অতীতে ইংল্যান্ডে সফল। সেঞ্চুরিও করেছেন। সেই তথ্যও মাথায় থাকছে নির্বাচকদের। সব মিলিয়ে ইংল্যান্ড সফরের আগে দলে বড়সড় পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।