KKR, Shah Rukh Khan: পৌঁছে গেলেন শাহরুখ খান, কিং কোহলির সঙ্গে এ বার কোন ডান্স!

Ranjit Dhar | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 21, 2025 | 9:41 PM

IPL 2025, KKR vs RCB: শুরুতেই ইডেনে কেকেআর বনাম আরসিবি। এক সুপারস্টার গ্যালারিতে আর একজন বাইশগজে। ম্যাচ শেষে হয়তো আবারও দেখা যেতে পারে ভালো লাগার কোনও দৃশ্য। যেমনটা গত আইপিএলে হয়েছিল।

KKR, Shah Rukh Khan: পৌঁছে গেলেন শাহরুখ খান, কিং কোহলির সঙ্গে এ বার কোন ডান্স!
Image Credit source: PTI File/OWN Arrangement

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ। আর শহরে থাকবেন না কিং খান! এ আবার হয় নাকি? ম্যাচের একদিন আগেই কলকাতায় পৌঁছে গেলেন কেকেআর টিমের অক্সিজেন শাহরুখ খান। শুরুতেই ইডেনে কেকেআর বনাম আরসিবি। এক সুপারস্টার গ্যালারিতে আর একজন বাইশগজে। ম্যাচ শেষে হয়তো আবারও দেখা যেতে পারে ভালো লাগার কোনও দৃশ্য। যেমনটা গত আইপিএলে হয়েছিল।

কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার। শাহরুখ খানকে টিমের বাকিরা অবশ্য মনে রাখেন একজন মেম্বার হিসেবেই। জিতলে যেমন টিমের সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠেন, টিম হারলে বড় দাদার মতো সকলকে আগলে রাখেন। আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের মধ্যে শাহরুখ খানের প্রতি টিমের ভালোবাসা এবং তাঁরও টিমের প্রতি ভালো অতুলনীয়। বেশিরভাগ ম্যাচেই থাকার চেষ্টা করেন। এ বার প্রথম ম্যাচেই থাকছেন।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সব মিলিয়ে তিনবার ট্রফি জয়। এ বার চ্যালেঞ্জ ট্রফি ধরে রাখার। অজিঙ্ক রাহানের নেতৃত্বে নতুন মরসুমে সেই লক্ষ্যেই নামবেন নাইটরা। আর শুরুতেই ভরসা দিতে উপস্থিত কিং খান নিজে। বাইশ গজে অবশ্য কেকেআরের সামনে বড় চ্যালেঞ্জ। এক দিকে, কিং কোহলি। তাঁর সঙ্গে এ বার ওপেনিংয়ে থাকছেন সদ্য প্রাক্তন নাইট ফিল সল্ট।

কলকাতা বিমানবন্দরে কিং খান পৌঁছতেই চারিদিকে ভক্তদের চিৎকার। তিনিও নিরাশ করেননি। ভক্তদের দিকে ফ্লাইং কিস দেন। হাতও নাড়েন। গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের ভালোবাসায় ভরিয়ে দেন। ইডেন গার্ডেন্সে কাল কিং খান এবং কিং কোহলি। এর চেয়ে বড় মুহূর্ত আর কী হতে পারে! গত মরসুমে কেকেআর ও আরসিবি ম্যাচ শেষে বিরাট কোহলিকে নিয়ে ঝুমে জো পাঠান গানে নেচেছিলেন শাহরুখ। এ বারও তেমনই দৃশ্যের অপক্ষা।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে