KKR: শাহরুখ খানের KKR-এর অফিসে ভোল বদল, এ কী করলেন গৌরী?
কলকাতা নাইট রাইডার্সের প্রতি বলিউডের বাদশার একটা আলাদা কানেকশন রয়েছে। এ বছর নাইট রাইডার্স তৃতীয় আইপিএল খেতাব জিতেছে। নাইটদের এ মরসুমের প্রায় প্রতি ম্যাচেই স্টেডিয়ামে হাজির থেকেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
কলকাতা: কেকেআরের প্রতি কিং খানের ভালোবাসা কারও অজানা নয়। এই টিমটার প্রতি আলাদাই টান রয়েছে শাহরুখ খানের। নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির টিম বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে রয়েছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রতি বলিউডের বাদশার একটা আলাদা কানেকশন রয়েছে। এ বছর নাইট রাইডার্স তৃতীয় আইপিএল খেতাব জিতেছে। গৌতম গম্ভীর এ বার ছিলেন কেকেআরের (KKR) মেন্টর। গম্ভীর জমানায় সোনায় সময় ফিরেছিল নাইট সংসারে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর আইপিএল ফাইনালে হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নাইটদের এ মরসুমের প্রায় প্রতি ম্যাচেই স্টেডিয়ামে হাজির থেকেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ফাইনালে তাঁর পাশে ছিলেন স্ত্রী গৌরীও। এ বার শাহরুখের কেকেআর অফিসের ভোল বদলে দিলেন তাঁর স্ত্রী।
গৌরী খান নিজের হাতে শাহরুখ খানের কেকেআরের অফিসকে সাজিয়েছেন। কিং খানের স্ত্রী গৌরী খান পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। একাধিক সেলিব্রিটিদের বাড়ি-ঘর থেকে শুরু করে অফিস নিজে হাতে সাজিয়েছেন গৌরী। এ বার সুযোগ পেয়ে শাহরুখের কেকেআর অফিসেও নিজের ছোঁয়া রাখলেন। ইন্সটাগ্রামে ৪টি ছবি শেয়ার করে গৌরী লিখেছেন, ‘কেকেআরের নতুন অফিস যেভাবে সাজানো হয়েছে, তা কার্যকরী এবং সব কিছুই ক্রিকেট।’
শাহরুখ পত্নীর ইন্সটা পোস্টে দেখা যায়, একটিতে তিনি হলের সামনে দাঁড়িয়ে। পরের ছবিতে রয়েছে কেকেআরের উজ্জ্বল লোগো। সামনে একটি টেবিল। যেখানে ব্যাট, বল ও হেলমেট। দেওয়ালে করব, লড়ব, জিতব রে! লেখা। তার সঙ্গে একজনের ক্রিকেট শট খেলার ছবি। তৃতীয় ছবিতে দেখা যায়, একটি দেওয়াল শো-পিসে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং করার স্টাইল। সঙ্গে কেকেআরের লোগো, হেলমেট, জার্সি, বল, ব্যাট, উইকেট, জুতো ও প্যাড। চতুর্থ ছবিতে রয়েছে দেওয়ালে এক ক্রিকেটারের ক্রিজ স্পর্শ করার ছবি। যেখানে ওই ক্রিকেটারের মাথায় কেকেআরের হেলমেট। সামনে একটি টেবিল ও তিনটে চেয়ার।
View this post on Instagram