AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shikhar Dhawan: মহাকালেশ্বর মন্দিরে শিখর, সঙ্গী অক্ষয়; করলেন ভারতীয় টিমের জন্য বিশেষ প্রার্থনা

Cricket World Cup 2023: আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই টিমে জায়গা পাননি টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শিখর ধাওয়ান। কিন্তু তা বলে টিমের ভালো চাইবেন না, তা তো নয়। তাই এ বার মহাকালেশ্বর মন্দিরে গিয়ে ভারতীয় দলের জন্য বিশেষ প্রার্থনা করলেন গব্বর।

Shikhar Dhawan: মহাকালেশ্বর মন্দিরে শিখর, সঙ্গী অক্ষয়; করলেন ভারতীয় টিমের জন্য বিশেষ প্রার্থনা
অক্ষয়ের সঙ্গে মহাকালেশ্বর মন্দিরে শিখর, করলেন ভারতীয় টিমের জন্য বিশেষ প্রার্থনা Image Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 8:00 AM
Share

উজ্জয়িনী: শিয়রে কড়া নাড়ছে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup)। দেশের মাঠে বিশ্বকাপের যুদ্ধে নামবে রোহিত শর্মার ভারত। ইতিমধ্যে, ৫ সেপ্টেম্বর ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিসিআই। সেই স্কোয়াডে অবশ্য ঠাঁই মেলেনি টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। দলে সুযোগ পাননি বলে, টিমের ভালো চাইবেন না তা তো নয়। সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়া শিখর ধাওয়ানকে দেখা গেল মহাকালের স্মরণে। আসলে গব্বর সদ্য উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Jyotirlinga Temple) পুজো দিতে গিয়েছিলেন। তাঁর সঙ্গী ছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার মহাকাল মন্দিরে পুজো দেওয়ার ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

৯ সেপ্টেম্বর ছিল বলিউড তারকা অক্ষয় কুমারের ৫৬তম জন্মদিন। সেই উপলক্ষ্যে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ছেলে আরভকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন অক্ষয়। তাতে তাঁর সঙ্গী হন ভারতীয় তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মহাকাল মন্দিরের ঠিক দরজার পাশেই বসে রয়েছেন শিখর ধাওয়ান। একটু দূরেই অক্ষয় ও তাঁর ছেলে। অক্ষয়ের পরনে ছিল গেরুয়া বস্ত্র। কপালে চন্দন। তাঁর পাশে সাদা পঞ্জাবি পরে বসে ছিলেন ছেলে আরভ। শিখর ধাওয়ানের পরনে ছিল সাদা কুর্তা ও পাজামা। ভক্তিভরে করজোড়ে শিব বন্দনা করতে দেখা গিয়েছে শিখর ও অক্ষয়কে। নেটদুনিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সকলে সাধুবাদ জানিয়েছেন।

জানা গিয়েছে, শিখর ও অক্ষয় মহাকালেশ্বর মন্দিরে ভষ্মারতিও করেছেন। মহাকাল মন্দির থেকে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ঈশ্বরভক্তির কথা বলেন অক্ষয় ও শিখর। এ বারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি ঠিকই শিখর ধাওয়ান। কিন্তু তিনি বিশ্বকাপে জাতীয় দলের সাফল্যের জন্য মহাকালের কাছে প্রার্থনা করেছেন। বলেন, ‘সকলেই চায় ভারত যেন বিশ্বকাপ জেতে। আমিও ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করেছি।’