Shreyas Iyer: চোট সারিয়ে মাঠে ফিরেই শ্রেয়সের ব্যাটে ঝকঝকে ৮২!
Indian Cricket Team: গত বছর অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ওয়ানডে খেলতে গিয়ে গুরুতর চোট লাগে শ্রেয়সের। অস্ত্রোপচারও হয় তাঁর। সে সব ভুলে শ্রেয়সের মাঠে ফেরা নির্বাচকদেরও স্বস্তি দিচ্ছে। বিজয় হাজারে ট্রফিতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শ্ৰেয়স আইয়ারের হাতে।

কলকাতা: কত দ্রুত মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে জল্পনার শেষ ছিল না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে দীর্ঘ রিহ্যাবের পর মাঠে ফিরলেন শ্রেয়স আইয়ার। ব্যাট হাতে বাইশ গজে নেমেই দুরন্ত পারফর্ম করলেন। তবে বিজয় হাজারেতে নিশ্চিত সেঞ্চুরিটা ফেলে আসেন। হিমাচল প্রদেশের বিরুদ্ধে ঝকঝকে ৮২ করেন তিনি। মুসির খান (৭৩) ও ক্যাপ্টেন শ্রেয়সের জন্যই স্কোর বোর্ডে ভালো রান তুলতে পেরেছে মুম্বই। এই ম্যাচ ঘিরে একটাই আগ্রহ ছিল, কেমন খেলেন শ্রেয়স। সেই প্রত্যাশা পূরণ করেছেন মিডল অর্ডার ব্যাটার।
গত বছর অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ওয়ানডে খেলতে গিয়ে গুরুতর চোট লাগে শ্রেয়সের। অস্ত্রোপচারও হয় তাঁর। সে সব ভুলে শ্রেয়সের মাঠে ফেরা নির্বাচকদেরও স্বস্তি দিচ্ছে। চোটের কারণে মুম্বইয়ের অধিনায়ক শার্দূল ঠাকুর খেলছেন না। বিজয় হাজারে ট্রফিতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শ্ৰেয়স আইয়ারের হাতে। ৮২ রান করার পথে খেলেছেন ৫৩ বল। মেরেছেন ১০টা চার ও ৩টে ছয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলবেন শ্রেয়স। এই সিরিজ শুরু ১১ জানুয়ারি, বরোদায়। পরের দুটি ওয়ান ডে ১৪ জানুয়ারি রাজকোটে ও ১৮ জানুয়ারি ইন্দোরে।
মুম্বইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল বলেছেন, “চোটের কারণে শার্দুলকে বিশ্রাম নিতে হবে। দলে শিবম দুবে, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটাররা রয়েছেন। বাকি ম্যাচে শ্ৰেয়স আইয়ারকেই ক্যাপ্টেন করা হয়েছে।” যদিও শার্দুলের চোট নিয়ে কিছু জানাননি তিনি। নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি নিয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব ডা.উন্মেশ খানভিলকর বলেন, “চোটের কারণে শার্দুল ঠাকুর টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় শ্ৰেয়াস আইয়ার মুম্বই দলের দায়িত্ব সামলাবেন।” ৮ জানুয়ারি পাঞ্জাবের বিরুদ্ধে পরের ম্যাচ মুম্বইয়ের। বিজয় হাজারে ট্রফির নকআউট হবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সিতে, ১২ থেকে ১৮ জানুয়ারি।
