Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Watch Video: অভিষেকের চিরকুটে কী লেখা আছে? কৌতুহলী শ্রেয়সের কাণ্ড দেখে হাসির রোল

SRH vs PBKS, IPL 2025: ঘরের মাঠে ৫৫ বলে ১৪১ রানের ইনিংস উপহার দেন অভিষেক শর্মা। ১৪টি চার ও ১০টি ছয় দিয়ে এই বিধ্বংসী ইনিংস সাজিয়েছিলেন অভিষেক।

Watch Video: অভিষেকের চিরকুটে কী লেখা আছে? কৌতুহলী শ্রেয়সের কাণ্ড দেখে হাসির রোল
অভিষেকের চিরকুটে কী লেখা আছে? কৌতুহলী শ্রেয়সের কাণ্ড দেখে হাসির রোলImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 13, 2025 | 11:21 AM

কলকাতা: অভিষেক শর্মা… নাম তো শুনা হোগা… এমনটাই বলতে হচ্ছে অরেঞ্জ আর্মির তরুণ তুর্কির জন্য। উপ্পলে পঞ্জাবের ছেলে অভিষেক ব্যাট তাণ্ডব দেখালেন পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর পকেট থেকে একটি কাগজ বের করে ক্যামেরার সামনে তুলে ধরেন। সেই কাগজের মধ্যে অরেঞ্জ আর্মির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ঠিক কী লেখা ছিল সেই কাগজে? কৌতুহলবশত মাঠেই অভিষেকের হাত থেকে কাগজটি নিয়ে পড়েন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেই ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়।

ছোট্ট চিরকুটে অভিষেক ঠিক কী লিখেছিলেন? ‘দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি’ (এই সেঞ্চুরিটা অরেঞ্জ আর্মির জন্য)… সাদা ছোট্ট কাগজে ঠিক এটাই লিখে রেখেছিলেন অভিষেক শর্মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিষেকের হাত থেকে কাগজটি তুলে নিয়ে শ্রেয়স সেটি পড়ে দেখছেন। অনেকেই তা দেখে মজার মজার কমেন্ট করেছেন।

শেষ অবধি ঘরের মাঠে ৫৫ বলে ১৪১ রানের ইনিংস উপহার দেন অভিষেক শর্মা। সেই সঙ্গে ৫ রেকর্ডও গড়েন তিনি। নিম্নে তা উল্লেখ করা হল —

  1. আইপিএলের ইতিহাসে ভারতীয় হিসেবে ব্যক্তিগত সর্বাধিক রান
  2. আইপিএলে তৃতীয় সর্বাধিক ব্যক্তিগত রান
  3. পঞ্জাব কিংসের বিরুদ্ধে দ্রুততম সেঞ্চুরি
  4. সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি
  5. হায়দরাবাদের মাঠে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি