Shreyas Iyer: আগুনে মেজাজে ইডেনে প্রত্যাবর্তন! নাইটদের মুখের খাবার ছিনিয়ে নিতে হাজির শ্রেয়স

KKR vs PBKS, IPL 2025: কেকেআরের বিরুদ্ধে ইডেনে নামার আগে জমিয়ে অনুশীলন করেছেন শ্রেয়স আইয়ার। কয়েকদিন আগেই দুই দল মুল্লানপুরে মুখোমুখি হয়েছিল। তাতে ২ পয়েন্ট ছিনিয়ে নেয় পঞ্জাব কিংস। শনিবার ফের দুই দলের লড়াই।

Shreyas Iyer: আগুনে মেজাজে ইডেনে প্রত্যাবর্তন! নাইটদের মুখের খাবার ছিনিয়ে নিতে হাজির শ্রেয়স
আগুনে মেজাজে ইডেনে প্রত্যাবর্তন! নাইটদের মুখের খাবার ছিনিয়ে নিতে হাজির শ্রেয়সImage Credit source: PTI

Apr 25, 2025 | 6:39 PM

কলকাতা: ইডেন গার্ডেন্সে আগুন জ্বালাতে তৈরি চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। হ্যাঁ ঠিকই পড়লেন, তবে এ আগুন আসল আগুন নয়। এ আগুনের বিচ্ছুরণ হবে পারফরম্যান্সে। কারণ আগুনে মেজাজে ক্রিকেটের নন্দনকাননে প্রত্যাবর্তন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। ঠিক ১২টা মাস পিছনে ফিরে গেলে দেখা যাবে বেগুনি-সোনালি জার্সিতে কেকেআরকে (KKR) নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। সময় বদলেছে, শ্রেয়সের আইপিএল (IPL) টিমও বদলেছে। পঞ্জাব কিংসের হয়ে এ মরসুমে দেখা যাচ্ছে শ্রেয়সকে। শনিবার নিজের পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামবেন শ্রেয়স। তার আগে ইডেনে ফিরে কেমন লাগছে পঞ্জাব অধিনায়কের?

কেকেআরের বিরুদ্ধে ইডেনে নামার আগে জমিয়ে অনুশীলন করেছেন শ্রেয়স আইয়ার। নাইটদের মুখের খাবার ছিনিয়ে নিতে হাজির হয়েছেন তিনি। পঞ্জাব কিংসের এক্স হ্যান্ডেলে শ্রেয়সের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে নেটে ব্যাটিং অনুশীলনে মগ্ন শ্রেয়স। ক্যাপশনে পঞ্জাবের পক্ষ থেকে একটি আগুনের ইমোজি শেয়ার করা হয়েছে।


চলতি আইপিএলে ৮টি ম্যাচে ২৬৩ রান করেছেন শ্রেয়স। রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। সর্বাধিক ৯৭ রানের অপরাজিত ইনিংস। গড় ৪৩.৮৩। স্ট্রাইকরেট ১৮৫.২১। তিন ম্যাচ আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঝকঝকে ৮২ রানের ইনিংস উপহার দিয়েছিলেন শ্রেয়স। এরপর তিনটি ম্যাচে যথাক্রমে ০, ৭ ও ৬ রান করেন পঞ্জাবের অধিনায়ক। এ বার দেখার পুরনো দলের বিরুদ্ধে তিনি জ্বলে ওঠেন কিনা। উল্লেখ্য, এর মধ্যে কেকেআরের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে শূন্যে আউট হন পঞ্জাব কিংসের ক্যাপ্টেন। জোড়া ম্যাচ হারা কেকেআর চাইবে ঘরের মাঠে পঞ্জাবকে হারিয়ে ২ পয়েন্ট তুলে নিতে। এ বার দেখার যে শ্রেয়সরা নাইটদের মুখের খাবার ছিনিয়ে নেবেন না তো! উত্তর জানতে হলে নজর রাখতে হবে ক্রিকেটের নন্দনকাননে সেই ম্যাচের দিকে।