দুবাই: রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমন গিল… দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে একে একে তিন ক্রিকেটারের উইকেট পড়ার পর অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি বাঁধেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মুম্বইয়ের ডান হাতি ব্যাটার শ্রেয়স চারে নেমে আগেও একাধিক ক্লাসিক ইনিংস উপহার দিয়েছেন। চলতি মিনি বিশ্বকাপে তার অন্যথা হচ্ছে না। ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি শ্রেয়সের। পাকিস্তানের বিরুদ্ধে ৫৬ রান করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হাফসেঞ্চুরি করেছেন। সেই সঙ্গে রোহিত শর্মার ‘হিটম্যান’ তকমা ছিনিয়ে নিয়েছেন। তার প্রমাণ পাওয়া গিয়েছে ভারত-কিউয়ি ম্যাচে। অবাক লাগছে? কীভাবে ভারতের নতুন হিটম্যান হলেন শ্রেয়স?
বিষয়টা পরিষ্কার করা যাক। আসলে ভারতের ইনিংসের ২৭.৩ ওভারে রাচিন রবীন্দ্র বলে সিঙ্গল নিয়ে হাফসেঞ্চুরি পূরণ করে শ্রেয়স। ৭৫ বলে ৫০ করেন তিনি। এরপর ব্যাট উঁচু করে ধরতেই সেখানে লেখা দেখা যায় হিটম্যান। ব্যাটের স্টিকারের পাশেই ইংরেজিতে লেখা ‘Hitman’। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বলা হয় হিটম্যান। কিন্তু শ্রেয়সও কম যান না, তারই প্রমাণ দিচ্ছেন।
রোহিতের হিটম্যান ‘তকমা’ ছিনিয়ে নিলেন শ্রেয়স (Pic Credit- Alex Davidson-ICC/ICC via Getty Images)
নিউজিল্যান্ডকে সামনে পেলে জ্বলে ওঠে শ্রেয়সের ব্যাট। ওডিআইতে অতীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯টি ম্যাচ খেলেছিলেন। তাতে ৮টি ইনিংসে করেন ৫৬৩ রান। সর্বাধিক ১০৫। রয়েছে ২টি সেঞ্চুরি এবং ৪টি হাফসেঞ্চুরি। কিউয়িদের বিরুদ্ধে সবচেয়ে কম রান শ্রেয়সের ৩৩। চার নম্বরে শ্রেয়স নিজের জায়গা মজবুত করার চেষ্টা করে চলেছেন। তাতে অনেকটা সফলও হচ্ছেন। আজ, মিচেল স্যান্টনারদের বিরুদ্ধে ৭৯ রানের ইনিংস উপহার দিলেন শ্রেয়স।
ভারতের প্রথম ব্যাটার হিসেবে ৪-এ নেমে ওডিআই বিশ্বকাপে ৫০০-র বেশি রান শ্রেয়সের। সেই দিক থেকে ক্রিকেট প্রেমীরা তাঁকে নতুন হিটম্যান তকমা দিলে অবাক হওয়ার থাকবে না।