দুবাই: ধীরে ধীরে ছকটা যেন বদলে যাচ্ছে! ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিরাট কোহলি (Virat Kohli) থাকেন ফোকাসে। সেই ফোকাস যেন একটু একটু করে সরছে শুভমন গিলের দিকেও। বিরাটের উইকেট তুলে নিলে প্রতিপক্ষ দলের বোলার থাকেন সপ্তম স্বর্গে। এ বার সেটাই যেন গিলের জন্যও হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। পাক ম্যাচের আগে ২টি সেঞ্চুরি করে মাঠে নেমেছিলেন। কিন্তু তাঁর ইনিংস দীর্ঘায়িত হতে দিলেন না পাক বোলার আবরার। ২৬ বছর বয়সী আবরার আহমেদের ডেলিভারিতে হকচকিয়ে গেলেন গিল। হলেন আউটও।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে বছর ২৫ এর শুভমন ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআইতে যথাক্রমে ৮৭, ৬০, ১১২ রান করেছিলেন। এরপর মিনি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে সেঞ্চুরি হাঁকান তিনি। পরপর ২টি সেঞ্চুরি করে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। টানা ৫ ইনিংসে তাঁর ৫০ এর বেশি রান হতে পারত। কিন্তু তা আর হল কই!
Shubhman gill dismissed on 46(52) by Abrar Ahmed#ChampionsTrophy #INDvsPAK pic.twitter.com/uPQQY8xRTE
— D Decoded Reality (@DDecodedReality) February 23, 2025
ভারতের ইনিংসের ১৭.৩ ওভারে আবরারের চোখধাঁধানো ডেলিভারিতে বোল্ড আউট গিল। কার্যত লেগ স্টাম্পে পড়ে অফ মিডল স্টাম্পে লাগে বল। শুভমন যেমন ওই ডেলিভারিতে মুগ্ধ, তেমনই নন স্ট্রাইকারে থাকা বিরাট কোহলিও। কিন্তু আবরারের সেলিব্রেশন যেন ‘ঋণ’ হয়ে থাকল। কার্যত ‘মাঠ ছেড়ে যাও’ বলার মতো অঙ্গভঙ্গি করেন আবরার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ICE COLD from Abrar Ahmed 🥶 pic.twitter.com/DlYictqK4Z
— Lahore Qalandars (@lahoreqalandars) February 23, 2025
পাকিস্তানের বিরুদ্ধে ২২ গজে পরের বার দেখা হলে শুভমন যে বদলা নেবেন, তা বলার অপেক্ষা রাখে না। তিনি হয়তো অপেক্ষাতেও থাকবেন যে কবে আবার ভারত-পাকিস্তান ম্যাচ হবে।