AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly on Shubman Gill: ‘শুভমন যদি…’, গিলকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সৌরভ গঙ্গোপাধ্যায়ের

India Vs England 1st Test: এশিয়ার বাইরে উল্লেখযোগ্য ইনিংস তেমন ছিল না। লিডস টেস্টে দুরন্ত সেঞ্চুরি। প্রথম বার এশিয়ার বাইরে টেস্টে শতরান শুভমনের ব্যাটে। তাঁকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly on Shubman Gill: 'শুভমন যদি...', গিলকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Image Credit: PTI
| Updated on: Jun 21, 2025 | 8:33 PM
Share

টেস্ট ক্রিকেটে ভারতের নতুন অধ্যায় শুরু হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের অবসরের ফলে টেস্টে নতুন ক্যাপ্টেন বেছে নিতে হত। শুভমন গিলকে ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছে। বাড়তি নজর ছিল তাঁর ব্যাটিংয়ে। ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স শুভমনের। কিন্তু এশিয়ার বাইরে উল্লেখযোগ্য ইনিংস তেমন ছিল না। লিডস টেস্টে দুরন্ত সেঞ্চুরি। প্রথম বার এশিয়ার বাইরে টেস্টে শতরান শুভমনের ব্যাটে। তাঁকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।

লিডস টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেছেন শুভমন গিল। শুরুতেই বড় সেঞ্চুরি। সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ওর পায়ের মুভমেন্ট দেখে খুবই ভালো লাগল। বিদেশের মাটিতে যেটা কম দেখা যাচ্ছিল। দুর্দান্ত উন্নতি করেছে। দারুণ ফুটওয়ার্ক। কোনও ভুল করতে দেখিনি।’ ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, ‘আশা করব শুভমনের এই পায়ের মুভমেন্ট পাকাপাকি ভাবে আরও দেখা যাবে। ও যদি এভাবে ব্যাটিং করে, ইংল্যান্ড এবং বিদেশের মাটিতে প্রচুর রান করবে।’

এই সিরিজকে ভারতীয় ক্রিকেটের নতুন যুগের শুরু হিসেবেই দেখা হচ্ছে। অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অশ্বিন। আর দেশে ফিরে আইপিএলের মাঝে রোহিত, বিরাট। তিন সুপার সিনিয়রকে ছাড়া প্রথম সিরিজ। সৌরভ আরও যোগ করলেন, ‘আমি কখনোই ভারতীয় ক্রিকেট নিয়ে চিন্তিত ছিল না। কেউ না কেউ ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেই। যেমন যশস্বীর ব্যাটিং নিয়েও অবাক নই। ও দুর্দান্ত ব্যাটার। ও এমন একজন, সব ফরম্যাটেই সুযোগ পাওয়া উচিত।’