Hardik Pandya: মাঝে মাঝে হার্দিক… ক্যাপ্টেন স্কাইয়ের মুখে গোপন কথা ফাঁস

Oct 11, 2024 | 1:31 PM

India vs Bangladesh: গোয়ালিয়র, নয়াদিল্লির পর এ বার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তদের বিরুদ্ধে নামবেন সূর্যরা। লক্ষ্য বাংলাদেশকে টেস্ট সিরিজের মতো মতো টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ করা।

Hardik Pandya: মাঝে মাঝে হার্দিক... ক্যাপ্টেন স্কাইয়ের মুখে গোপন কথা ফাঁস
মাঝে মাঝে হার্দিক... ক্যাপ্টেন স্কাইয়ের মুখে গোপন কথা ফাঁস
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: ভারত সফর থেকে নাজমুল হোসেন শান্তদের শূন্য হাতে বাংলাদেশে ফিরতে হবে। প্রথমে রোহিত ব্রিগেড টেস্ট সিরিজে সাকিবদের হারিয়েছে। এ বার স্কাইয়ের দল টি-২০ সিরিজও মুঠোতে ভরে নিয়েছে। আগামিকাল রয়েছে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) তিন ম্যাচের টি-২০ (T20) সিরিজের শেষ ম্যাচ। হায়দরাবাদে সেই ম্যাচের আগে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ফের আলোচনায়। ভারতীয় অলরাউন্ডারের আজ জন্মদিন। বাংলাদেশের বিরুদ্ধে ২টো ম্যাচেই তিনি ভালো পারফর্ম করেছেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে তিনি বোলিং করেননি। অনেকের মনে প্রশ্ন জেগেছিল কেন হার্দিককে দিয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচে বোলিং করাননি স্কাই। সে উত্তর দিয়েছেন ভারত অধিনায়ক।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭ বোলার খেলান স্কাই। সকলেই উইকেট পেয়েছেন। নীতীশ কুমার রেড্ডি ব্যাটিংয়ে ৩৪ বলে ৭৪ রানের ধামাকার পর বল হাতে নেন ২টি উইকেট। বোলারদের চেষ্টা নিয়ে স্কাই বলেন, ‘আমি দেখতে চেয়েছিলাম আলাদা আলাদা বোলার কী ভাবে অন্যরকম পরিস্থিতি সামাল দিতে পারে। মাঝে মাঝে হার্দিক বোলিং করবে না, মাঝে মাঝে ওয়াশিংটন সুন্দর বোলিং করবে না। আমি খুশি বোলাররা যে ভাবে ম্যাচে ছাপ রেখেছে।’

ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়েছিল অরুণ জেটলি স্টেডিয়ামে। কিন্তু নীতীশ, রিঙ্কুর হাফসেঞ্চুরি ও হার্দিকের ৩২ রানের ক্যামিওর সুবাদে ভারত বাংলাদেশকে ২২২ রানের টার্গেট দেয়। মিডল অর্ডারের ব্যাটিং নিয়ে স্কাই বলেন, ‘আমি চেয়েছিলাম দলের মিডল অর্ডার চাপের মুখে ব্যাটিং করুক এবং নিজেদের সেই মতো তুলে ধরুক। এই পরিস্থিতি না এলে বোঝা যেত না মিডল অর্ডার কতটা মজবুত। রিঙ্কু ও নীতীশ যে ভাবে খেলেছে, তাতে আমি খুশি। ঠিক যেমনটা ভেবেছিলাম, ওরা তেমনই ব্যাটিং করেছে।’

এই খবরটিও পড়ুন

গোয়ালিয়র, নয়াদিল্লির পর এ বার হায়দরাবাদে শান্তদের বিরুদ্ধে নামবেন সূর্যরা। লক্ষ্য বাংলাদেশকে টেস্টের মতো টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ করা।

Next Article