AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: মাঝরাতে টুইট করে বিরাট ‘বন্দনা’ সৌরভের

মাঝরাতে টুইট করে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ লেখেন, 'বিরাটের নেতৃত্বে সব ফরম্যাটেই ভারত দারুণ পারফর্ম করেছে। ওর এই সিদ্ধান্ত ব্যক্তিগত এবং সেটাকে বোর্ড সম্মান জানাচ্ছে। ভবিষ্যতে দলকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য ও আমাদের এক গুরুত্বপূর্ণ সদস্য। একজন দুর্দান্ত খেলোয়াড়।'

Virat Kohli: মাঝরাতে টুইট করে বিরাট 'বন্দনা' সৌরভের
বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Jan 16, 2022 | 12:27 PM
Share

কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্ব ছাড়ার পাঁচ ঘণ্টা পর টুইট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। মাঝরাতে টুইট করে কোহলিকে অভিবাদন মহারাজের। বিরাট কোহলি-ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিতর্ক চলছে দীর্ঘ কয়েক মাস ধরে। গতকালের পর কি সেই বিতর্কের অবসান হল? প্রশ্ন উঠলেও, উত্তর অজানা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০ ওভারের ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়েন কোহলি। বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকেও কোহলির ক্যাপ্টেন্সি কেড়ে নেয় বোর্ড। এরপরই দঃ আফ্রিকা সফরের আগে সেই বিরাট বিস্ফোরণ। যা নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা ভারতীয় ক্রিকেট। কুড়ি ওভারের ফরম্যাট থেকে কোহলি সরে দাঁড়ানোর পর বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, বিরাটকে ক্যাপ্টেন্সি ছাড়তে তাঁরা বারণ করেছিলেন। কিন্তু প্রোটিয়া সফরে আসার আগে বিরাট বলেন, তাঁর সিদ্ধান্ত সহজেই মেনে নেয় বোর্ড। এমন কি দঃ আফ্রিকা সফরের আগে দল বাছাইয়ের দেড় ঘণ্টা আগে নির্বাচকরা তাঁকে জানিয়ে দেন, একদিনের ক্রিকেটে আর অধিনায়ক থাকছেন না কোহলি।

বিরাট-বোর্ড বিতর্কের সূত্রপাত তখন থেকেই। দঃ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই টুইটে নেতৃত্ব ছাড়ার কথা জানান কোহলি। ৯ মিনিটের মধ্যে বিরাটকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট ভারতীয় ক্রিকেট বোর্ডের। টুইট করেন বোর্ড সচিব জয় শাহও। মাঝরাতে টুইট করে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ লেখেন, ‘বিরাটের নেতৃত্বে সব ফরম্যাটেই ভারত দারুণ পারফর্ম করেছে। ওর এই সিদ্ধান্ত ব্যক্তিগত এবং সেটাকে বোর্ড সম্মান জানাচ্ছে। ভবিষ্যতে দলকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য ও আমাদের এক গুরুত্বপূর্ণ সদস্য। একজন দুর্দান্ত খেলোয়াড়।’

ভারতের নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা টুইট করেন আজ সকালে। তিনি লেখেন, ‘ভারতের অধিনায়ক হিসাবে বিরাট কোহলির অসাধারণ কেরিয়ারের জন্য তাকে শুভেচ্ছা। দেশে এবং বিদেশের মাটিতে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে। ভবিষ্যতে ব্যাটের মাধ্যমে বিশ্বকে শাসন করতে দেখতে চাই।’

কোহলি টুইট করার ৯ মিনিটের মধ্যেই তাঁকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করে বোর্ড। গতকাল দুপুরের মধ্যেই বোর্ড সচিব এবং সভাপতিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন বিরাট কোহলি। গত কয়েক মাসের মধ্যে ঠিক কি এমন হল, যার জন্য ভারতীয় ক্রিকেটে এমন আমূল পরিবর্তন এল প্রশ্ন ক্রিকেটমহলে। পরিসংখ্যানের বিচারে ভারতীয় ক্রিকেটের সফল টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। সেই সফল অধিনায়কের শেষটা আদৌ কি সঠিক ভাবে হল? প্রশ্ন থেকেই যায়…

আরও পড়ুন: Virat Kohli: সিরিজ হেরে ড্রেসিংরুমে ফিরে বিরাট বলেছিলেন, ক্যাপ্টেন্সি ছাড়ছেন