AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs South Africa:বিরাটদের বিরুদ্ধে টেস্ট টিম ঘোষণা প্রোটিয়া বোর্ডের

ভারতের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী টেস্ট টিম নির্বাচন করেছে সিএসএ। দু'বছর পর টিমে ফিরছেন পেসার ডুন অলিভিয়ের। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর আর টিমে জায়গা পাননি তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিক সাফল্য আবার ফিরিয়ে আনল জাতীয় দলে।

India vs South Africa:বিরাটদের বিরুদ্ধে টেস্ট টিম ঘোষণা প্রোটিয়া বোর্ডের
ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি প্রোটিয়া ব্রিগেড। সৌ: টুইটার
| Edited By: | Updated on: Dec 07, 2021 | 3:01 PM
Share

জোহানেসবার্গ: ভারতের (India) বিরুদ্ধে পরিবর্তিত সূচি ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে টেস্ট টিমও (test team) ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা (South Africa) ক্রিকেট বোর্ড। গত জুনে যে টিম ওয়েস্ট সফরে গিয়েছিল, তাদের অধিকাংশ ক্রিকেটারই জায়গা পেয়েছেন টিমে। কাগিসো রাবাডা, কুইন্টন ডি’কক, অনরিখ নর্টজেরা প্রত্যাশা মতোই টিমে রয়েছেন। তবে আপাতত শুধু টেস্ট টিমই ঘোষণা করল সিএসএ।

সিএসএ-র প্রধান নির্বাচক ভিক্টর এমপিটস্যাং বলেছেন, ‘অনেক দিন পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছি আমরা। এই ফর্ম্যাটটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিন এলগারের টিম সেই জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিল। ওই সিরিজে আমরাই দাপট দেখিয়েছিলাম। ভারতের বিরুদ্ধে হোম সিরিজের জন্য যে টিম বাছা হয়েছে, তাদের নিয়ে যথেষ্ট আশাবাদী আমরা। প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারবে, এ নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’

সুপারস্পোর্ট পার্ক, ওয়ান্ডারার্স, নিউল্যান্ডসে তিনটে টেস্ট খেলবেন বিরাটরা। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। ১১-১৫ জানুয়ারি কেপ টাউনে শেষ টেস্ট। প্রোটিয়াদের দেশে এর আগে কখনও টেস্ট জেতেনি ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ১-০ সিরিজ জিতে আবার টেস্টের পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে পড়েছেন বিরাট কোহলিরা। প্রোটিয়াদের দেশে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) টিম।

ভারতের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী টেস্ট টিম নির্বাচন করেছে সিএসএ। দু’বছর পর টিমে ফিরছেন পেসার ডুন অলিভিয়ের। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর আর টিমে জায়গা পাননি তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিক সাফল্য আবার ফিরিয়ে আনল জাতীয় দলে। গ্লেনটন স্টারম্যান ও প্রেনিল্যান সাব্রেয়ানও ফিরেছেন টিমে।

পুরো টিম ডিন এলগার (Dean Elgar) (ক্যাপ্টেন), তেম্বা বাভুমা (ভাইস ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক, কাগিসো রাবাডা, সারেল আরউই, বুরান হেনরিকস, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, অনরিখ নর্টজে, কিগান পিটারসেন, রসি ভ্যান ডার ডুসেন, কাইল ভার্নে, মার্কো জেনসেন, গ্লেনটন স্টারম্যান, প্রেনিল্যান সাব্রেয়ান, সিসেন্ডা মাগালা, রায়ান রিকেলটন, ডুন অলিভিয়ের।

আরও পড়ন : Ashes series: অ্যাসেজের প্রথম টেস্টে নেই জিমি অ্যান্ডারসন