IND vs SA: ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার, লজ্জার নজির টিম ইন্ডিয়ার

India vs South Africa: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় রানের ব্যবধানে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। ৪০৮ রানে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ঋষভ পন্থের টিম ইন্ডিয়া।

IND vs SA: ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার, লজ্জার নজির টিম ইন্ডিয়ার
২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় SA-র, লজ্জার নজির টিম ইন্ডিয়ারImage Credit source: Protea Man X

Nov 26, 2025 | 2:14 PM

কলকাতা: অসম্ভব হত সম্ভব, যদি গুয়াহাটিতে জিতে যেত গম্ভীরের দল। তেমনটা হল তো না-ই। উল্টে ঋষভ পন্থের ভারতকে যেন অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেল। টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেটারদের ডিকশনারিতে যেন মিরাকেল বা অলৌকিক এই সকল শব্দই নেই! কোথায় গেল সেই লড়াকু মানসিকতার পরিচয়, কোথায় গেল দাঁতে দাঁত চেপে লড়াই করার দৃশ্য? এই সবই মিসিং ভারতীয় টিমের পক্ষ থেকে গুয়াহাটিতে। যার ফলে লজ্জার হারের সাক্ষী হল টিম ইন্ডিয়া। আর ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা (South Africa)

দেশের মাটিতে নিউজিল্যান্ডের পর প্রোটিয়াদের কাছে সিরিজ হার ভারতের

এর চেয়ে লজ্জার আর কী-বা হতে পারে! ভারতের মাটিতে একের পর এক টেস্ট সিরিজ হেরেছে গম্ভীরের দল। গত নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। আর এ বার দক্ষিণ আফ্রিকার কাছে। ইডেন টেস্টের পর গুয়াহাটিতে অত্যন্ত দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়ারা। ভারতের সঙ্গে বাভুমার দল যে ছিনিমিনি খেলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের সবচেয়ে বড় মার্জিনে হার

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় রানের ব্যবধানে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। ৪০৮ রানে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ঋষভ পন্থের টিম ইন্ডিয়া। বর্ষাপাড়ায় ভারতের সামনে ৫৪৯ রানের পাহাড়প্রমাণ টার্গেট রেখেছিল বাভুমার দল। সেখানে টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডই বলে দিচ্ছে, ঠিক কেমন প্রতিরোধ গড়েছে ভারত।

প্লেয়ার অব দ্য ম্যাচ আর প্লেয়ার অব দ্য সিরিজ কারা হলেন?

প্রোটিয়া তারকা মার্কো জ্যানসেন গুয়াহাটি টেস্টের প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। তিনি প্রথম ইনিংসে ব্যাট হাতে করেন ৯৩ রান। এরপর ৪৮ রান খরচ করে নেন ৬টি উইকেট। তারপর দ্বিতীয় ইনিংসে ২৩ রানের বিনিময়ে নেন ১ উইকেট। এই সিরিজের সেরার পুরস্কার গিয়েছেন সাইমন হারমারের ঝুলিতে। দুই টেস্ট মিলিয়ে তিনি ১৭টি উইকেট নিয়েছেন।

ভারতীয় ব্যাটিং বিভাগকে কার্যত পাত্তাই দেননি প্রোটিয়ারা

গুয়াহাটিতে প্রথম ইনিংসে ৪৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি করেন সেনুরান মুথুস্বামা। এরপর টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে মাত্র ২০১ রানেই অল আউট হয়। ৬ উইকেট নেন মার্কো। এরপর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬০ রানে ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা। সেই ইনিংসে ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ত্রিস্টান স্টাবস। দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ১৪০ রানেই গুটিয়ে গেল। একমাত্র হাফসেঞ্চুরি (৫৪) রবীন্দ্র জাডেজার। এই ইনিংসে প্রোটিয়াদের হয়ে ৬ উইকেট হারমারের।

এভাবে ৪ দশক আগে ভারত দেশের মাটিতে দুটো টেস্ট সিরিজে হেরেছিল। এই সিরিজে হারের পর ভারতের কোচ গম্ভীরের পদত্যাগ চাইছেন একাধিক ভারতীয় ক্রিকেট প্রেমী।