AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SA vs SL: ৪২এ অলআউট, শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে মহাবিপর্যয়! ডারবানে বিস্ফোরণ মার্কোর

Test Cricket: ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে শ্রীলঙ্কা। তীব্র গতি আর বাউন্সের ডারবান ছারখার করে দিয়েছে ধনঞ্জয় ডি সিলভার দলকে। মাত্র ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা।

SA vs SL: ৪২এ অলআউট, শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে মহাবিপর্যয়! ডারবানে বিস্ফোরণ মার্কোর
SA vs SL: ৪২এ অলআউট, শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে মহাবিপর্যয়! ডারবানে বিস্ফোরণ মার্কোরImage Credit: X
| Updated on: Nov 28, 2024 | 7:07 PM
Share

ডারবান: টেস্ট ক্রিকেট আবার এক বিপর্যয়ের সাক্ষী। ডারবানে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সফরের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে শ্রীলঙ্কা। তীব্র গতি আর বাউন্সের ডারবান ছারখার করে দিয়েছে ধনঞ্জয় ডি সিলভার দলকে। মাত্র ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। কামিন্দু মেন্ডিস ও লাহিরু কুমারা যদি দু’অঙ্কে পা না রাখতেন, তা হলে স্কোরকার্ডে ২০-ও পার করতে পারত না শ্রীলঙ্কা (Sri Lanka)। এই ৪২-এ আবার শ্রীযুক্ত অতিরিক্তর অবদান ৬। শ্রীলঙ্কার এমন বিপর্যয় ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছে। ক্রিকেট ভক্তরা সোচ্চার হয়েছেন সমালোচনায়। অনেকেই বলছেন, ‘কুড়ি-বিশের ক্রিকেটই শেষ করে দিচ্ছে টেস্ট ঐতিহ্যকে।’

দক্ষিণ আফ্রিকা যে বিরাট রান খাড়া করেছে, তা নয়। ১৯১ রানে প্রোটিয়ারা অলআউট হয়েছিল প্রথম ইনিংসে। লড়াই দেখা গিয়েছিল শুধু বাভুমার ব্যাটে। ৭০ করেছেন তিনি। শ্রীলঙ্কার সামনে সুযোগ ছিল হোম টিমকে চেপে ধরার। উল্টে তাঁরাই এখন ইনিংস হারের ভয়ে কাঁপছেন। ব্যাট করতে নেমেই ধাক্কা সামলাতে হয় শ্রীলঙ্কাকে। ০ রানে পড়েছে ৫টি উইকেট। ১, ২, ৩ এর খাতায় রয়েছেন আরও তিনজন। বরং উল্টোদিক থেকে দেখলে এই ম্যাচের হিরোর নাম মার্কো জ্যানসেন। প্রানবন্ত ডারবানে যিনি উইকেটের নেকলেস বানাচ্ছিলেন প্রায়। ৬.৫ ওভার বল করে ১ মেডেন। মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এমন আগুনে স্পেল থাকলে ব্যাটাররা স্পেল বাউন্ডই হয়ে যান। শ্রীলঙ্কারও তাইই হয়েছে। একা জ্যানসেন নয় জেরাল্ড কোৎজে ২ ও কাগিসো রাবাডা ১ উইকেট নেন।

বছর দুয়েক আগে অ্যাডিলেডে ভারতীয় দল মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল। ওই ঘটনার জেরে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন বিরাট কোহলি সহ পুরো ভারতীয় দল। ভারত অবশ্য ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বার সিরিজ জিতেছিল। দক্ষিণ আফ্রিকায় কি তেমন কিছু দেখা যাবে? এই প্রশ্নের উত্তর খোঁজার আপাতত সময় নেই। কারণ, সামান্য রানে কোনও টিম অলআউট হলে তাদের ঝড়ঝাপটা সামলাতে সামলাতেই ম্যাচ বেরিয়ে যায়। অনেক সময় সিরিজও। ভারতের ক্ষেত্রে যা হয়েছে, শ্রীলঙ্কার ক্ষেত্রে তেমন হবে কিনা, তা জোর দিয়ে বলা যাচ্ছে না।