AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ধোনি প্রেম হল কাল! স্কুল থেকে সাসপেন্ড এক ছাত্র

আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে বছরের পর বছর খেলেছেন ধোনি। তিনি সকলের প্রিয় 'থালা'। একবাক্যে ধোনিকে থালা বললেই সকলে চিনে নেন। মাহির প্রচুর অন্ধভক্ত রয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে মাহির এমনই এক ভক্তর নাম। তিনি এমন কারণে লাইমলাইটে এসেছেন, তা বেশ চমকে দেওয়ার মতো।

MS Dhoni: ধোনি প্রেম হল কাল! স্কুল থেকে সাসপেন্ড এক ছাত্র
MS Dhoni: ধোনি প্রেম হল কাল! স্কুল থেকে সাসপেন্ড এক ছাত্র
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 8:30 AM
Share

নয়াদিল্লি: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে বছরের পর বছর খেলেছেন। তিনি সকলের প্রিয় ‘থালা’। একবাক্যে ধোনিকে থালা বললেই সকলে চিনে নেন। মাহির প্রচুর অন্ধভক্ত রয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে মাহির এমনই এক ভক্তর নাম। তিনি এমন কারণে লাইমলাইটে এসেছেন, তা বেশ চমকে দেওয়ার মতো। সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত জানা গিয়েছে, দিল্লির এক ছাত্র পরীক্ষার উত্তরপত্রে থালা লিখেছে। যে কারণে তাকে স্কুল কর্তৃপক্ষ সাসপেন্ড করে দিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল, তাতে দেখা গিয়েছে দিল্লির গজধর নামের এক ছাত্র তার স্কুলের অঙ্ক পরীক্ষায় সব প্রশ্নের উত্তরে থালা লিখেছে। স্বাভাবিকভাবেই এমন কাণ্ড কোনও স্কুলের ছাত্র ঘটালে তাকে অস্থায়ীভাবে বরখাস্ত করাই কাম্য। এই পোস্টের সতত্যা যাচাই করেনি TV9 Bangla। সোশ্যাল মিডিয়ায় অবশ্য ঘুরপাক খাচ্ছে এই পোস্ট। অনেকেই তাতে নিজেদের মতামতও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া সাইট X এ তেমনই একজন কমেন্ট করেছেন, ‘গজধরের অঙ্ক পরীক্ষায় থালা লেখার জায়গায় ৭ লেখা উচিত ছিল।’

আইপিএল-২০২৪ আসতে দেরি রয়েছে। বর্তমানে মহেন্দ্র সিং ধোনি অবশ্য আইপিএলের জন্য নিজেকে তৈরি করছেন। নিয়মিত জিম, শরীরচর্চা তো রয়েছেই। পাশাপাশি সুযোগ পেলেই রাঁচির রাস্তায় ভিন্টেজ গাড়ি নিয়েও বেরিয়ে পড়ছেন ধোনি। তেইশের আইপিএলে চোট নিয়েই চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ধোনি। ২০২৪ সালের আইপিএলেও তিনি খেলবেন। সিএসকে ধোনিকে রিটেইন করে রেখেছে। এ বার দেখার ১৯ ডিসেম্বর হতে চলা আইপিএলের মিনি নিলামে সিএসকের নিলাম টেবলে ধোনির মগজাস্ত্রের প্রভাব ঠিক কতটা দেখা যায়।