Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunil Gavaskar: প্রিয়জনকে হারালেন গাভাসকর, ধারাভাষ্যের মাঝপথে ছাড়লেন কমেন্ট্রি বক্স

India vs England, 2nd Test: আজ, শনিবার ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্টের দ্বিতীয় ম্যাচ। তাতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল। ৩৯৬ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ছাড়া টিম ইন্ডিয়ার আর কোনও ভারতীয় ক্রিকেটারের ব্যাট বিশাখাপত্তনমে চলেনি।

Sunil Gavaskar: প্রিয়জনকে হারালেন গাভাসকর, ধারাভাষ্যের মাঝপথে ছাড়লেন কমেন্ট্রি বক্স
Sunil Gavaskar: প্রিয়জনকে হারালেন গাভাসকর, ধারাভাষ্যের মাঝপথে ছাড়লেন কমেন্ট্রি বক্সImage Credit source: X
Follow Us:
| Updated on: Feb 03, 2024 | 1:09 PM

কলকাতা: দেশের মাটিতে চলছে ভারত ও ইংল্যান্ডের (India vs England) ৫ ম্যাচের টেস্ট (Test) সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল হায়দরাবাদে। তাতে ২৮ রানে হারে রোহিতের ভারত। এখন বিশাখাপত্তনমে চলছে এই সিরিজের দ্বিতীয় ম্যাচ। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেই ম্যাচ। তাতে ধারাভাষ্য দিচ্ছিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ধারাভাষ্য দিতে দিতেই আচমকা গাভাসকর খবর পান প্রিয়জনকে হারিয়েছেন। আর বিশাখাপত্তনমে থাকেননি সানি। ছাড়েন কমেন্ট্রি বক্স।

রোহিত-স্টোকসদের দ্বৈরথে বিশাখাপত্তনমের কমেন্ট্রি বক্সে ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাসকর। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই তিনি ধারাভাষ্য দেওয়া বন্ধ করে কমেন্ট্রি বক্স ছাড়েন। মাঝপথে সানির কমেন্ট্রি বক্স ছেড়ে যাওয়ার ঘটনাটি ঘটে শুক্রবার। আসলে সুনীল গাভাসকর তাঁর শাশুড়ি মা পুষ্পা মেহরোত্রাকে হারালেন। তাঁর প্রয়াণের খবর পেতেই শুক্রবার তিনি কানপুর রওনা দেন। এই শোকের সময় স্ত্রী মার্শনিল গাভাসকর ও তাঁর পরিবারের পাশে থাকার জন্য ধারাভাষ্যের দায়িত্ব ছেড়ে বাড়ি ফিরলেন তিনি।

এর আগে ২০২২ সালে ভারতীয় কিংবদবন্তি সুনীল গাভাসকর তাঁর মাকে হারিয়েছিলেন। তিনি বার্ধক্যজনিত সমস্যার কারণে মারা গিয়েছিলেন। সানির মা মীনা গাভাসকরের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। কাকতালীয়ভাবে সে বারও ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর ধারাভাষ্যের কাজের জন্য কমেন্ট্রি বক্সে ছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে ভারত বনাম বাংলাদেশের এক টেস্ট ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন সানি। বছর দু’য়েক আগে সেখান থেকে তাঁকে বাড়ি ফিরে যেতে হয়।

ভারতের হয়ে ১৯৭১ সাল থেকে ১৯৮৭ সাল অবধি ১২৫টি টেস্টে এবং ১০৮টি একদিনের ম্যাচ খেলেছিলেন সুনীল গাভাসকর। টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ১০১২২ রান এবং ১টি উইকেট। এবং ওডিআইতে তাঁর নামে রয়েছে ৩০৯২ রান ও ১টি উইকেট। ভারতীয় কিংবদন্তি ব্যাট হাতে যেমন সফল ছিলেন, ধারাভাষ্যেও বেশ সফল।