AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sachin Railway Station: মাস্টার ব্লাস্টারের নামে স্টেশন দেখে বিস্মিত সানি…

Sunil Gavaskar: এক কিংবদন্তি শ্রদ্ধা জানালেন আর এক কিংবদন্তিকে। দেশ বিদেশের একাধিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির বিভিন্ন স্ট্যান্ডের নাম থাকে কিংবদন্তি ক্রিকেটারদের নামে। কিন্তু আস্ত রেলওয়ে স্টেশনের নাম কোনও ক্রিকেটারের নামে, তা খুব বেশি দেখা যায়নি। মাস্টার ব্লাস্টারের নামে ভারতে রয়েছে এক রেলওয়ে স্টেশন (Sachin Railway Station)। যা দেখে মুগ্ধ হয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।

Sachin Railway Station: মাস্টার ব্লাস্টারের নামে স্টেশন দেখে বিস্মিত সানি...
Sachin Railway Station: মাস্টার ব্লাস্টারের নামে স্টেশন, তা দেখে যা বললেন সানি...
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 3:23 PM
Share

সুরাট: সচিন তেন্ডুলকর প্যাভিলিয়ন, সচিন তেন্ডুলকর সরণি কিংবা সচিন তেন্ডুলকরের নামে ব্র্যান্ড। এসব শুনতে অভ্যস্ত ক্রিকেট প্রেমীরা। কিন্তু সচিনের নামে ভারতে রেলস্টেশনও যে রয়েছে, জানা ছিল না। দেশ বিদেশের একাধিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির বিভিন্ন স্ট্যান্ডের নাম থাকে কিংবদন্তি ক্রিকেটারদের নামে। কিন্তু আস্ত রেলওয়ে স্টেশনের নাম কোনও ক্রিকেটারের নামে, তা খুব বেশি দেখা যায়নি। যা দেখে মুগ্ধ হয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সচিন তেন্ডুলকরের নামাঙ্কিত স্টেশন (Sachin Railway Station) দেখে কী বললেন সানি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইন্সটাগ্রামে সানি যে ছবি দিয়েছেন, তা দেখে অনেকেই আপ্লুত হতেই পারেন, বিভ্রান্ত হবেন না। সচিন কেন, কোনও ব্যক্তিত্ব বা মনীষীর নামে স্টেশনের নামকরণ সাধারণত হয় না। একটি স্টেশনের পরিচিতিই হল সেই জায়গার নাম। সুরাটের কনসর অঞ্চলে সচিন নামে একটি জায়গা রয়েছে। সুরাটের মেইন লাইনের ওই স্টেশনই হঠাৎ নজরে পড়েছে সুনীল গাভাসকরের। যে ছবি তিনি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাই এখন চর্চায় উঠে এসেছে। সচিনের নামের সঙ্গে স্টেশনের নাম মিলে যাওয়া নেহাতই কাকতালীয়। অবশ্য কলকাতায় মেট্রো স্টেশনের নাম যেমন বিভিন্ন প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের নামে করার চল রয়েছে। ঠিক তেমনই মোগলসরাই রেলস্টেশনের নাম ডাঃ দীনদয়াল উপাধ্যায়ের নামে নামকরণ হয়েছে।

নামে কী যায় আসে! যতই কাকতালীয় হোক না কেন, মাত্র কয়েক লাখ মানুষ থাকুন না কেন, নাম তো সচিনই। মাস্টার ব্লাস্টার যখন জড়িয়ে গিয়েছেন, তখন ক্রিকেট মহলে ওই স্টেশন নিয়ে যে বাড়তি আগ্রহ থাকবে আশ্চর্য কী। সেই কারণেই হয়তো সুনীল গাভাসকর ওই স্টেশন পর্যন্ত উজিয়ে গিয়েছিলেন। সানি ছবি না তুললে তিন প্ল্যাটফর্ম বিশিষ্ট এই সচিনের কথা জানাই যেত না। সচিন নিজে কি এই সচিনের কথা আগে শুনেছেন?