রান করবেনই, বাবাকে কথা দিয়েছিলেন সুন্দর

sushovan mukherjee |

Jan 17, 2021 | 10:57 PM

ব্রিসবেনের একটা ইনিংস যেন রাতারাতি হিরো করে দিয়েছে সুন্দর-ঠাকুরকে। ৭ আর ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে দু'জন মিলে লড়াইয়ে ফিরিয়েছেন ভারতকে।

রান করবেনই, বাবাকে কথা দিয়েছিলেন সুন্দর
রান করবেনই, বাবাকে কথা দিয়েছিলেন সুন্দর।ছবি-টুইটার

Follow Us

চেন্নাই: বাবাকে কথা দিয়েছিলেন, ব্রিসবেনে ব্যাট হাতে বড় রান করবেনই। তৃতীয় দিন যখন ওয়াশিংটন সুন্দর আর শার্দূল ঠাকুরের ব্যাটিং নিয়ে চলছে চর্চা, তখন চেন্নাই বসে এ কথা বলে দিচ্ছেন এম সুন্দর। ওয়াশিংটনের বাবা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আমার সঙ্গে রোজই কথা হয় ওয়াশিংটনের। গতকাল সন্ধেয় যখন কথা বলেছিলাম, যখনই সুযোগ পাওয়া না কেন ব্যাট করার, বড় রান করো। ও বলেছিল, আমি ঠিক রান করব। সেটাই করল। তবে, আমি কিছুটা হতাশও। নিশ্চিত সেঞ্চুরি মিস করেছে ও।’

ব্রিসবেনের একটা ইনিংস যেন রাতারাতি হিরো করে দিয়েছে সুন্দর-ঠাকুরকে। ৭ আর ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে দু’জন মিলে লড়াইয়ে ফিরিয়েছেন ভারতকে। ১২৩ রানের পার্টনারশিপটা নিয়েই চলছে যত আলোচনা। ম্যাচের পর রবিচন্দ্রন অশ্বিন দুই নায়কের সাক্ষাত্‍কার নিয়েছেন। ছয় মেরে হাফ সেঞ্চুরি করা নিয়ে শার্দূল বলেছেন, ‘ওই সময় আমি ছয় মারব কিনা, ভাবিনি। আমি বলটা দেখার পর শট নিয়েছিলাম, ওটা ছয় হয়ে গিয়েছে।’

আরও পড়ুন:সুন্দর-শার্দূল দেখাল, লড়াই কাকে বলে

নন-স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে শার্দূলকে ছয় মারতে দেখে কী মনে হয়েছিল সুন্দরের? সুন্দর বলেছেন, ‘আমি জানতাম, ও ছয় মারবেই। লিয়ঁকে ছয় মারার চেষ্টা অনেকক্ষণ ধরে করছিল। সেই সঙ্গে ছটফট করছিল হাফ সেঞ্চুরিটা পাওয়ার জন্য।’
অশ্বিন জানতে চেয়েছেন শার্দূলের কাছে, ভিভিয়ান রিচার্ডস টাইপ কভার ড্রাইভ মারলেন কী করে? শার্দূলের জবাব, ‘আমি এর আগে ওই রকম কভার ড্রাইভ কখনও মারিনি। এটা এমন একটা দিন, যখন ব্যাট হাতে আমি চমত্‍কার খেলছিলাম। আর সেই কারণে কোনও সুযোগ হাতছাড়া করতে চাইছিলাম না। লুজ বলগুলোকে ঠিকঠাক ব্যবহার করেছি।’