AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suryakumar Yadav: রোহিতের পর সূর্যকুমার যাদব! ইডেনেই হতে পারে বড় রেকর্ড

India vs England T20I Series: সূর্যকুমার যাদবের ডেপুটি করা হয়েছে অক্ষর প্যাটেলকে। নতুন বছরে ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। যাত্রা শুরু হবে ২২ জানুয়ারি। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি। আর এই ম্যাচেই রেকর্ড গড়তে পারেন স্কাই।

Suryakumar Yadav: রোহিতের পর সূর্যকুমার যাদব! ইডেনেই হতে পারে বড় রেকর্ড
Image Credit: PTI FILE
| Updated on: Jan 13, 2025 | 7:21 PM
Share

ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের নতুন অ্যাসাইনমেন্ট। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই খেলবে ভারত। টি-টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে ভারতীয় বোর্ড। প্রত্যাশিতভাবেই ক্যাপ্টেন স্কাই। সহকারী বাছাইয়ে অবশ্য চমক রয়েছে। সূর্যকুমার যাদবের ডেপুটি করা হয়েছে অক্ষর প্যাটেলকে। নতুন বছরে ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। যাত্রা শুরু হবে ২২ জানুয়ারি। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি। আর এই ম্যাচেই রেকর্ড গড়তে পারেন স্কাই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে রোহিত শর্মার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশের জার্সিতে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। কেরিয়ারে ১৫৯ ম্যাচে ২০৫ টি ছয় মেরেছেন রোহিত শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপ্টিল। তাঁর নামের পাশে ১২২ টি-টোয়েন্টিতে ১৭৩টি ছয়।

ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র রোহিত শর্মাই ১৫০-এর বেশি ছয় মেরেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। মাত্র ৭৮ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেই ১৪৫টি ছয় মেরেছেন স্কাই। কলকাতার ইডেন গার্ডেন্সেই হয়তো দেড়শো ছুঁতে পারেন। ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেনের চাই আর মাত্র পাঁচটি ছয়। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় মারার ক্ষেত্রে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ১২৪টি ছয় রয়েছে তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন বিরাটও।