Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suryakumar Yadav: যশস্বীর পথে সূর্যকুমার? সত্যিটা জানাতে আসরে স্কাই!

এ বার কি সূর্যর পালা? ভারতীয় তারকারা কেন মুম্বই ছেড়ে একে একে দল বদলাতে চাইছেন? মুম্বই ক্রিকেটের অন্দরে কি বড় কোনও ঝামেলা চলছে?

Suryakumar Yadav: যশস্বীর পথে সূর্যকুমার? সত্যিটা জানাতে আসরে স্কাই!
যশস্বীর পথে সূর্যকুমার? সত্যিটা জানাতে আসরে স্কাই!Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 03, 2025 | 3:13 PM

কলকাতা: যশস্বী জয়সওয়ালের পরে এ বার মুম্বই ছাড়ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)? কয়েক দিন আগেই ঘরোয়া ক্রিকেটে নিজের জার্সি বদল করেছেন যশস্বী। মুম্বই ছেড়ে গোয়াতে যোগ দিচ্ছেন তিনি। তাদের হয়েই আগামী মরসুমে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে তাঁকে। তাঁর এই দল পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। এ বার কি সূর্যর পালা? ভারতীয় তারকারা কেন মুম্বই ছেড়ে একে একে দল বদলাতে চাইছেন? মুম্বই ক্রিকেটের অন্দরে কি বড় কোনও ঝামেলা চলছে?

বুধবার সবাইকে হঠাৎ চমকে দেয় ঘরোয়া ক্রিকেটে যশস্বীর দল পরিবর্তনের খবর। উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি ওপেনার মুম্বই ক্রিকেট সংস্থাকে লিখিত ভাবে জানান যে, তিনি মুম্বই ছাড়তে চান। গোয়ার হয়ে খেলবেন ঘরোয়া মরসুম। তাঁর এই আবেদন যেন মঞ্জুর করা হয়। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন যশস্বীর এই আর্জি মঞ্জুর করেছে।

এই ঘটনার পর আরও একটি খবর ছড়িয়ে পড়েছে। মুম্বইয়ের আর এক তারকা প্লেয়ার সূর্য কুমার যাদবও নাকি দল ছাড়তে চলেছেন। যে খবর মিলছে তা বলছে, সূর্যও নাকি যশস্বীর পথেই হাঁটতে চলেছেন। তিনিও মুম্বই ছেড়ে গোয়া যাচ্ছেন। এই ঘটনা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে নতুন নয়। এর আগেও সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর ও সিদ্বেশ লাড দল পরিবর্তন করে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। মুম্বইয়ের মতো হেভিওয়েট টিমে জায়গা পাওয়া মুশকিল হয়। নিয়মিত সুযোগ পাওয়ার জন্যই অনেকে মুম্বই ছেড়ে অন্য টিমে নাম লেখান। অতীতে রোহন গাভাসকরও মুম্বই ছেড়ে বাংলার হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে।

এই খবরটিও পড়ুন

সূর্যকে নিয়ে এই বিতর্কের পর তিনি নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সেই বিতর্কিত রিপোর্ট। তার উপরে লেখা, “আসলে, গুজব রটেছে। খেলোয়াড়দের দলবদলের ক্ষেত্রে নাকি সূর্যকুমার যাদব মুখ্য ভূমিকা পালন করছে।” সূর্য এই স্ক্রিনশট পোস্ট করার পর লিখেছেন, “স্ক্রিপ্ট লেখক নাকি সাংবাদিক! যদি হাসার ইচ্ছে হয়, কমেডি সিনেমা না দেখে এই প্রতিবেদনগুলো পড়ব। খুব খারাপ!”

উল্লেখ্য, সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়াল দুই তারকা ক্রিকেটার এখন ১৮তম আইপিএলে ব্যস্ত।