কলকাতা: বুধ-রাতেই টি-২০ সিরিজ জয়ে নজর টিম ইন্ডিয়ার (Team India)। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। গোয়ালিয়র ছেড়ে নয়াদিল্লি পৌঁছে গিয়েছে মেন ইন ব্লু। বিসিসিআই তাদের এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়ার দিল্লি পৌঁছনোর এক ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে ভাঙড়া নাচছেন টিম ইন্ডিয়ার টি-২০ (T20) ক্যাপ্টেন স্কাই। দিল্লি পৌঁছে দলের বাকিরা কে কী করলেন, ভিডিয়ো দেখেছেন?
গোয়ালিয়র থেকে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে ভারতের কোচ গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের ঘিরে ধরেন একাধিক ভক্ত। বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে দেখা যায়, ক্যাপ্টেন স্কাই অটোগ্রাফ দেন এক ভক্তকে। এরপর দিল্লিতে ভারতের টিম হোটেলে টিম বাস আসার পর ঢাক-ঢোল বাজিয়ে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানানো হয়।
সেখানে সঞ্জু, রিঙ্কু, রিয়ান, নীতীশদের নাম ধরে সুর মিলিয়ে ঢাক-ঢোল বাজাতে থাকেন শিল্পীরা। এরপর ক্যাপ্টেন সূর্যকুমার বাস থেকে নামার পর ঢাকের তালে ভাঙড়া নাচ শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে সকলের বিশেষ নজর কেড়েছে ক্যাপ্টেন স্কাইয়ের নাচ।
Gwalior ✈️ Delhi#TeamIndia have arrived for the 2nd #INDvBAN T20I 👌👌@IDFCFIRSTBank pic.twitter.com/jBWuxzD0Qe
— BCCI (@BCCI) October 8, 2024
বাংলাদেশকে প্রথম টি-২০তে হারানোর ফলে ভারতীয় টিমের ক্রিকেটাররা বেশ আত্মবিশ্বাসী। এই পরিস্থিতিতে বুধবার সন্ধে ৭টা নাগাদ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। সূর্যদের লক্ষ্য শেষ ম্যাচের আগেই সিরিজ জিতে নেওয়া।