Suryakumar Yadav: চাই আর ৩৯ রান, তা হলেই বিরাটের এক রেকর্ডে ভাগ বসাবেন স্কাই

Oct 08, 2024 | 7:50 PM

আন্তর্জাতিক টি-২০ (T20) ক্রিকেটে বিরাটের নাম এতদিন সবচেয়ে দ্রুত ২৫০০ রান করা ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। এ বার সেখানেই যুগ্মভাবে বসার সম্ভবনা থাকছে স্কাইয়ের।

Suryakumar Yadav: চাই আর ৩৯ রান, তা হলেই বিরাটের এক রেকর্ডে ভাগ বসাবেন স্কাই
Suryakumar Yadav: চাই আর ৩৯ রান, তা হলেই বিরাটের এক রেকর্ডে ভাগ বসাবেন স্কাই
Image Credit source: X

Follow Us

কলকাতা: ভারতের টি-২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। নয়াদিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে বুধবার তিনি ৩৯ রান করলেই বিরাট কোহলির এক রেকর্ড স্পর্শ করে ফেলবেন। আন্তর্জাতিক টি-২০ (T20) ক্রিকেটে বিরাটের নাম এতদিন সবচেয়ে দ্রুত ২৫০০ রান করা ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। এ বার সেখানেই যুগ্মভাবে বসার সম্ভবনা থাকছে স্কাইয়ের।

এ বছরের জুন মাসে ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর দেশের হয়ে আর টি-টোয়েন্টি ম্যাচ না খেলার কথা ঘোষণা করেন বিরাট। তাঁর ঝুলিতে দেশের হয়ে ১২৫টি টি-টোয়েন্টি ম্যাচে রয়েছে ৪১৮৮ রান। আর বিরাট আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০০ রান করতে নিয়েছিলেন ৭৩টি ম্যাচ। স্কাইও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এখনও অবধি ভারতের হয়ে ৭২টি টি-২০ ম্যাচে সূর্যকুমার যাদব করেছেন ২৪৬১ রান। বাংলাদেশের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে আগামিকাল ৩৯ রান করলেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সূর্য ২৫০০ রান পূরণ করে ফেলবেন।

এই খবরটিও পড়ুন

এক ঝলকে দেখে নিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২৫০০ রান করেছেন কোন ৫ ক্রিকেটার —

  • বাবর আজম (পাকিস্তান) – ৬৭ ম্যাচ
  • বিরাট কোহলি (ভারত) – ৭৩ ম্যাচ
  • মহম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ৭৬ ম্যাচ
  • অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – ৭৮ ম্যাচ
  • মার্টিন গাপ্টিল (নিউজিল্যান্ড) – ৮৬ ম্যাচ

গোয়ালিয়রে নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে ২৯ রান করেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ৪৯ বল বাকি থাকতেই ওই ম্যাচ ৭ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। যার ফলে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে মেন ইন ব্লু। নয়াদিল্লিতে আগামিকাল টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামবে। সেখানে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া।

Next Article