MI, IPL 2025: IPL-এর শুরুতে নেই, স্কাইয়ের হাতে MI এর ব্যাটন তুলে দিলেন হার্দিক পান্ডিয়া

Mar 19, 2025 | 1:10 PM

এ বারের আইপিএলে মুম্বই প্রথম ম্যাচে পাবে না অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। তাঁর জায়গায় শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স টিমকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

MI, IPL 2025: IPL-এর শুরুতে নেই, স্কাইয়ের হাতে MI এর ব্যাটন তুলে দিলেন হার্দিক পান্ডিয়া
MI, IPL 2025: IPL-এর শুরুতে নেই, স্কাইয়ের হাতে MI এর ব্যাটন তুলে দিলেন হার্দিক পান্ডিয়া
Image Credit source: X

Follow Us

কলকাতা: আইপিএলের (IPL) নতুন মরসুম শুরু হওয়ার আগেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য বিপত্তি। এ বারের আইপিএলে মুম্বই প্রথম ম্যাচে পাবে না অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। কিন্তু কারণ কী? এই পরিস্থিতিতে আরও যে প্রশ্নটা সকলের মনে ঘুরছে, তা হলে হার্দিকের অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে নেতৃত্ব দেবেন কে? সব প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ হার্দিক।

কেন এ বারের আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া?

আসলে গত বছরের আইপিএলে মুম্বইয়ের শেষ ম্যাচে (১৭ মে, ২০২৪) স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন হার্দিক। এক মরসুমে ৩টি ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি পেলে ৩০ লক্ষ টাকা ও এক ম্যাচ নির্বাসনের শাস্তি পান নিয়ম ভাঙা দলের অধিনায়ক। আর যেহেতু গত মরসুমে মুম্বইয়ের শেষ ম্যাচে স্লো ওভার রেটের ঘটনা ঘটেছিল, তাই নতুন মরসুমের প্রথম ম্যাচে সেই শাস্তির মুখে পড়লেন হার্দিক। আপাতত এক ম্যাচ নির্বাসিত হার্দিক। তাই ২৩ মার্চ চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে।

এই খবরটিও পড়ুন

১৮তম আইপিএল শুরু হওয়ার আগে প্রি-সিজন কনফারেন্সে উপস্থিত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং হেড কোচ মাহেলা জয়বর্ধনে। সেখানে হার্দিককে প্রথম ম্যাচে না খেলতে পারা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেন, “এই বিষয়ে (স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত) আমার হাতে নিয়ন্ত্রণ নেই। গত বছর যেটা হয়েছে, সেটা খেলারই অঙ্গ। মনে হয়, সেই ম্যাচে আমরা শেষ ওভারে ১ বা ২ মিনিট দেরিতে বল করেছিলাম। তখন অবশ্য এই নিয়ম নিয়ে জানতাম না আমি। তারপর জানতে পারি কী হবে। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু, নিয়ম যখন এটাই বলছে, তাই আমিও সেটাই মানব। আর এ বছর এই নিয়ম থাকবে নাকি থাকবে না, এটা উর্ধ্বতন কর্তৃপক্ষর উপর নির্ভর করছে। তারা এ বিষয়ে ভালো কোনটা হবে, তা নিয়ে ভাবতেই পারে।”