SMAT 2024: ভুবনেশ্বর কুমারের অনবদ্য বোলিং, শেষ আটে রিঙ্কু সিংরা
Syed Mushtaq Ali Trophy 2024-25: প্রি-কোয়ার্টার ফাইনালে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধেও অনবদ্য বোলিং করলেন ভুবি। সঙ্গ দিলেন বাকিরাও। অন্ধ্রকে হারিয়ে মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির শেষ আটে জায়গা করে নিল উত্তরপ্রদেশ।
মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন ভুবনেশ্বর কুমার। দেশের অভিজ্ঞ পেসারকে এ বার আইপিএলের মেগা অকশনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর যেন আরও বিধ্বংসী হয়ে উঠেছেন। হ্যাটট্রিকও নিয়েছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধেও অনবদ্য বোলিং করলেন ভুবি। সঙ্গ দিলেন বাকিরাও। অন্ধ্রকে হারিয়ে মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির শেষ আটে জায়গা করে নিল উত্তরপ্রদেশ।
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ। ক্যাপ্টেন ভুবনেশ্বর কুমার নিজেও যেমন দুর্দান্ত বোলিং করেছেন, বাকিরাও তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন। ভুবি ও বিপরাজ নিগম দুটি করে উইকেট নিয়েছেন। পেসার মহসিন খান ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। অন্ধ্র প্রদেশ নিয়মিত উইকেট হারানোয় বড় কোনও জুটি গড়তে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৫৬ রান করে তারা। শেষ দিকে কেভি শশিকান্ত মাত্র ৮ বলে ২৩ রান করেন।
এই খবরটিও পড়ুন
লক্ষ্য মাত্র ১৫৭। রান তাড়ায় উত্তরপ্রদেশের শুরুটাও ভালো হয়নি। যদিও তাদের ব্যাটিং গভীরতা অনেক। ওপেনার করণ শর্মা ৪৮ রান করেন। নীতীশ রানা অবশ্য এই ম্যাচে রান পাননি। জাতীয় দলের ফিনিশার রিঙ্কু সিং ২২ বলে অপরাজিত এবং বিপরাজ নিগম ৮ বলে অপরাজিত ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। এক ওভার বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ উত্তরপ্রদেশের। কোয়ার্টার ফাইনালে দিল্লির বিরুদ্ধে খেলবেন রিঙ্কুরা।