কলকাতা: বিদ্রুপের পালা শেষ। এ বার ওয়াংখেড়ের হাউসফুল গ্যালারি বিশ্বকাপের হিরো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) হাসিমুখে বরণ করল। ওয়াংখেড়ে মুখরিত হল হার্দিক… হার্দিক… স্লোগানে। এমন দৃশ্য দেখার জন্য হয়তো হার্দিক নিজেও মনে মনে অপেক্ষা করছিলেন। এই ইচ্ছে তিনি প্রকাশ করেননি। মাস কয়েক আগে ফিরে গেলে এর ঠিক উল্টো ছবি দেখা যেত। তাঁর নামে এই গ্যালারি থেকে আইপিএলের সময় স্লোগান আসত ঠিকই, কিন্তু বিদ্রুপে ভরা। মন খারাপ করে দেওয়ার মতো। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পর হার্দিককে আর বিদ্রুপ নয়, ওয়াংখেড়েতে হাজির দর্শকরা ভালোবাসা ভরিয়ে দিলেন।
বেরিল ঘূর্ণিঝড়ের কারণে টি-২০ বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার ভারতে আসতে দেরি হল। বার্বাডোজ থেকে বৃহস্পতিবার সকালেই দেশে ফিরেছেন বিশ্বজয়ীরা। তারপর নির্ধারিত কর্মসূচি মেনে প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ভারতীয় বিশ্বজয়ী টিমের সদস্যরা। তারপর দিল্লি থেকে ভারতীয় টিম পৌঁছে গিয়েছে মুম্বইয়ে।
HARDIK HARDIK chants take over Wankhede Stadium 🇮🇳
Hardik Pandya Deserve this 🥵🔥#IndianCricketTeam #VictoryParade pic.twitter.com/9bPW8sx5iX
— WORLD CUP FOLLOWER (@BiggBosstwts) July 4, 2024
দেশবাসীরা এখনও বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন থেকে বেরোতে পারেননি। ওয়াংখেড়েতে তাই বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় টিমের জন্য পৌঁছে গিয়েছেন প্রচুর ক্রিকেট প্রেমী। কখনও তাঁরা স্লোগান দিচ্ছেন রোহিতের নামে। কখনও আবার স্লোগান দিচ্ছেন হার্দিকের নামে।
A perfect redemption 💙🇮🇳
Hardik Hardik chants at the Wankhede Stadium, Mumbai!
This is what we love to see 🥹#VictoryParade pic.twitter.com/LOi1q2jaPk— Sanchit Desai | WORLD CHAMPIONS 💙🇮🇳🏆 (@sanchitd43) July 4, 2024
এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তাঁর নেতৃত্বে মুম্বই ভালো পারফর্ম করতে পারেনি বলে হার্দিক অনেকের রোষে পড়েছিলেন। সমালোচনার বন্যা বয়ে যাচ্ছিল। বিশ্বকাপ জিতে হার্দিক সকলকে সমস্ত জবাব দিয়ে, আবার নিজের জায়গা ফিরে পেয়েছেন। ওয়াংখেড়ের হার্দিক… হার্দিক… স্লোগানই তাঁর অন্যতম প্রমাণ।