IND vs NZ: ওয়াংখেড়ের পিচ দেখে ‘না-খুশ’ রোহিত-গম্ভীররা, কী বদল চাইল টিম ইন্ডিয়া?

Oct 30, 2024 | 2:43 PM

কিউয়িদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়াতে চায় রোহিত ব্রিগেড। শুক্রবার থেকে ভারত ও নিউজিল্যান্ডের (New Zealand) তৃতীয় তথা শেষ টেস্ট (Test) ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে সেই ম্যাচ।

IND vs NZ: ওয়াংখেড়ের পিচ দেখে না-খুশ রোহিত-গম্ভীররা, কী বদল চাইল টিম ইন্ডিয়া?
IND vs NZ: ওয়াংখেড়ের পিচ দেখে 'না-খুশ' রোহিত-গম্ভীররা, কী বদল চাইল টিম ইন্ডিয়া?
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: দেশের মাটিতে ১২ বছর পর টেস্ট সিরিজ হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। কিউয়িদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়াতে চায় রোহিত ব্রিগেড। শুক্রবার থেকে ভারত ও নিউজিল্যান্ডের (New Zealand) তৃতীয় তথা শেষ টেস্ট (Test) ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে সেই ম্যাচ। জানা গিয়েছে, ওয়াংখেড়ের পিচ পছন্দ হয়নি গৌতম গম্ভীর, রোহিত শর্মাদের। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে পিচ কিউরেটরকে বিশেষ অনুরোধ করা হয়েছে। ঠিক কেমন পিচ চাইছে রোহিত অ্যান্ড কোং?

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় টিম ম্যানেজমেন্টের ওয়াংখেড়ে পিচ পছন্দ হয়নি। যে কারণে পিচ কিউরেটরকে ভারতীয় দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে, এমন পিচ যেন বানানো হয় যা থেকে ম্যাচের প্রথম দিন থেকে স্পিনাররা সুবিধা পায়। এক সূত্র বলেছে, ‘ব়্যাঙ্ক টার্নার পিচ চাওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট এমন পিচ চেয়েছে, যেখানে প্রথম দিন থেকে স্পিনাররা সাহায্য পাবে। যে ফর্মুলায় বছরের পর বছর সাফল্য পেয়েছে দল, সেখানেই ফিরে যেতে চায়। ‘

এই খবরটিও পড়ুন

পুনে টেস্টে টার্নিং ট্র্যাকে খেলার পরিকল্পনা ভারতীয় টিমের জন্য বুমেরাং হয়েছিল। সেখানে ভারতের ১৩টি উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। ফলে মুম্বইয়ে আবার স্পিন সহায়ক উইকেট যে চাইল টিম ইন্ডিয়া, তা অনেককে ভাবাচ্ছে।

ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট রোহিত শর্মার টিম ইন্ডিয়ার জন্য জেতা গুরুত্বপূর্ণ। তা হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে সুবিধে হবে ভারতের। কারণ বেঙ্গালুরু ও পুনে টেস্ট হেরে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা গিয়েছে।

Next Article