Team India: ইন্ডোর-আউটডোর, ইংল্যান্ডে প্রস্তুতি শুরু ভারতীয় দলের; দেখুন ভিডিয়ো
India Tour of England: এরপর বিরাট কোহলিও এই ফরম্যাটকে বিদায় জানান। শুভমন গিলকে টেস্ট ক্যাপ্টেন করা হয়েছে। স্কোয়াডে একঝাঁক তরুণ মুখ। ইংল্যান্ডে পৌঁছে টেস্ট সিরিজের প্রস্তুতিও শুরু করে দিল ভারতীয় দল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ। এ বার লাল-বলের ক্রিকেটে নজর। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এই সিরিজ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের নতুন পর্ব শুরু হচ্ছে। তেমনই ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ও। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এরপর বিরাট কোহলিও এই ফরম্যাটকে বিদায় জানান। শুভমন গিলকে টেস্ট ক্যাপ্টেন করা হয়েছে। স্কোয়াডে একঝাঁক তরুণ মুখ। ইংল্যান্ডে পৌঁছে টেস্ট সিরিজের প্রস্তুতিও শুরু করে দিল ভারতীয় দল।
পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ২০ জুন থেকে। সেখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে টেস্ট স্কোয়াডের অনেকেই ভারত এ দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন। পরে যোগ দেন লোকেশ রাহুলও। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিও করেছেন। মূল স্কোয়াডও পৌঁছে প্রস্তুতি শুরু করে দিল। ভারতীয় বোর্ডের তরফে প্রথম প্র্যাক্টিস সেশনের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। প্রথমে ইন্ডোর স্টেডিয়ামে ওয়ার্ম আপ করে ভারতীয় দল। এরপর আউটডোর প্র্যাক্টিস।
সফরের প্রথম প্র্যাক্টিসে মূলত ফিটনেসের উপরই জোর দেওয়া হয়। যতটা সম্ভব হালকা ট্রেনিং করা হয়। এই সফরেও নতুন নয়। আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ইন্ডোরে ফুটভলি-তে ওয়ার্ম আপ। এরপর স্টেডিয়াম সংলগ্ন মাঠে প্র্যাক্টিস। অর্শদীপ সিং, সাই সুদর্শনদের জন্য এই সিরিজ টার্নিং পয়েন্ট হতে পারে। লাল-বলে প্রথম সুযোগ কাজে লাগানোয় নজর।
𝗣𝗿𝗲𝗽 𝗕𝗲𝗴𝗶𝗻𝘀 ✅
First sight of #TeamIndia getting into the groove in England 😎#ENGvIND pic.twitter.com/TZdhAil9wV
— BCCI (@BCCI) June 8, 2025
