AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajat Patidar: মেনে নিতে পারছি না… ম্যাচ হেরে কাকে বিঁধলেন আরসিবির ক্যাপ্টেন রজত?

RCB, IPL 2025: আরসিবিতে যে সতর্কতা জারি করেছেন রজত, তা বোঝাই যাচ্ছে। ঘটনা হল, রান নিজেও পাননি। কঠিন ম্য়াচে ক্যাপ্টেনকে বাড়তি দায়িত্ব নিতে হবে। বিরাট ফর্মে আছেন। সব ম্যাচেই তিনি পার করে দেবেন টিমকে, তা হবে না।

Rajat Patidar: মেনে নিতে পারছি না... ম্যাচ হেরে কাকে বিঁধলেন আরসিবির ক্যাপ্টেন রজত?
মেনে নিতে পারছি না... ম্যাচ হেরে কাকে বিঁধলেন আরসিবির ক্যাপ্টেন রজত?Image Credit: PTI
| Updated on: Apr 11, 2025 | 2:00 PM
Share

কলকাতা: মরসুমটা দুর্দান্ত ভাবে শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দর্শকদের উপহার দিয়েছে নজরকাড়া পারফরম্যান্স। কিন্তু ঘুরেফিরে সেই ভরাডুবি। অবশ্য এত বড় লিগে এমন ঘটনা আকছাড়। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হয়েছে বিরাটদের। টপ অর্ডার রান পায়নি। বিরাটও টেনে নিয়ে যেতে পারেননি টিমকে। তাতেই বেজায় অখুশি আরসিবি ক্যাপ্টেন। দলের ব্যাটসম্যানরা যে ভাবে নিজেদের উইকেট ছুড়ে দিয়ে এসেছন,তাতেই চটেছেন তিনি। দিল্লির বিরুদ্ধে ছয় উইকেটে হারার পরে রজত বলেছেন, “এটা একদম মেনে নেওয়া যায় না।”

দিল্লির দুই স্পিনার কুলদীপ যাদব ও বিপরাজ নিগমের অসাধারণ বোলিং এই ম্যাচে। কেএল রাহুলের ৯৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে দুরন্ত জয়। লিগ টেবলের দ্বিতীয় নম্বরে রয়েছে এই মুহূর্তে দিল্লি। নতুন অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেল যে জমিয়ে দিয়েছেন, সন্দেহ নেই। আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। এ বার কি প্রথম ট্রফির দেখা পাবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।

ট্রফির লক্ষ্য রয়েছে আরসিবিরও। তারখচিত টিম করলেও একবারও পোডিয়ামে ওঠা হয়নি বিরাটদের। এ বার অবশ্য তারকার পিছনে না ছুটে ব্যালান্সড টিম করেছে বেঙ্গালুরু। কিন্তু ব্যাটিং ভরাডুবির কারণেই ম্যাচ জিততে পারেনি আরসিবি। রজত বলেছেন, “আমরা ভালো ব্যাটিং করিনি। ব্যাটসম্যানরা চেষ্টা করেছিল যাতে টিমকে টানতে পারে। টপ অর্ডার শুরুটাও ভালো করেছিল। এক উইকেটে ৬০ রান ছিল স্কোরবোর্ডে। সেখান আমরা ৯০ রানে ৪ উইকেট হারিয়েছি। এটা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।”

আরসিবিতে যে সতর্কতা জারি করেছেন রজত, তা বোঝাই যাচ্ছে। ঘটনা হল, রান নিজেও পাননি। কঠিন ম্য়াচে ক্যাপ্টেনকে বাড়তি দায়িত্ব নিতে হবে। বিরাট ফর্মে আছেন। সব ম্যাচেই তিনি পার করে দেবেন টিমকে, তা হবে না। আরসিবির দুই ওপেনার সল্ট ও বিরাট পাওয়ার প্লে-তে দারুণ শুরু করেছিলেন। ৬ ওভার শেষে আরসিবির স্কোর ছিল ৬১-১। সেখান থেকে ৯১-৪ হয়ে যায়। এতেই দলের মনোবল নষ্ট হয়ে যায়। যদিও শেষ দিকে টিম ডেভিড ৩৭ রানের মারকাটারি ইনিংস খেলেন। তাতেও বড় রানের লক্ষ্য রাখা সম্ভব হয়নি। বেঙ্গালুরুরই ছেলে রাহুল জয় ছিনিয়ে নিয়ে গিয়েছেন দিল্লির জন্য।