AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টই হচ্ছে, জানালেন সৌরভ

শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাঠে কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে যতই বিতর্ক থাকুক, তাঁর ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে কম আগ্রহী নয় বোর্ড। আর সেই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট দিন-রাতের হবে।

India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টই হচ্ছে, জানালেন সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায় (ছবি: টুইটার)
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 5:38 PM
Share

কলকাতা: ঘরের মাঠে সিরিজ শুরুর আগে ভারতীয় টিম করোনা বিধ্বস্ত। শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, নভদীপ সাইনিদের মতো ক্রিকেটাররা আক্রান্ত হয়ে পড়েছেন। সেই সঙ্গে ফিল্ডিং কোচ টি দিলীপ, সিকিউরিটি অফিসার বি লোকেশ, ম্যাসেজ থেরাপিস্ট রাজীব কুমারদের মতো সাপোর্ট স্টাফদের কোভিড রেজাল্টও পজিটিভ। তার পরও সাদা বলের সিরিজ নিয়ে খুব একটা আশঙ্কা নেই। ভারতের (India) ১ হাজারতম ওয়ান ডে উদযাপনের জন্য তৈরি হচ্ছে বিসিসিআই (BCCI)। ১৮ বছর আগে ৫০০তম ওয়ান ডে-র ক্যাপ্টেন ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যিনি এখন আবার বোর্ড প্রেসিডেন্ট।

এক সাংবামাধ্যকে দেওয়া সাক্ষাত্‍কারে সৌরভ বলেছেন, ‘৫০০তম ওয়ান ডে ম্যাচে আমি ভারতের ক্যাপ্টেন ছিলাম। ১ হাজারতম ম্যাচটাও ভারতীয় ক্রিকেটের বড় মুহূর্ত। মুশকিল হল, এই রকম একটা ম্যাচ দর্শক ছাড়া হবে। পুরো সিরিজটাই দর্শকহীন। যদি কোভিড না থাকত, ভালো করে আয়োজন করা যেতে পারত।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাঠে কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে যতই বিতর্ক থাকুক, তাঁর ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে কম আগ্রহী নয় বোর্ড। আর সেই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট দিন-রাতের হবে। বাংলাদেশ, আমেদাবাদের পর এটা ভারতের মাটিতে তৃতীয় গোলাপি বলের টেস্ট হতে চলেছে। সৌরভ বলছেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে কোথায় ম্যাচগুলো হবে, তা এখনও নিশ্চিত হয়নি। কয়েক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।’

করোনা যতই লাগামছাড়া হোক, আইপিএল-১৫ দেশের মাঠেই আয়োজন করবে বিসিসিআই। আরও ভালো করে বললে, মহারাষ্ট্রকে অর্থাত্‍ মুম্বই ও পুনেতেই হবে লিগ পর্ব। নট আউট পর্ব হতে পারে আমেদাবাদে। সৌরভ অবশ্য বলছেন, ‘আইপিএল ভারতেই হবে। যদি না করোনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আইপিএলের প্রাথমিক পর্বের ম্যাচ হবে মহারাষ্ট্রের মুম্বই ও পুনেতে। নক আউঠ স্টেজের ম্যাচ কোথায় হবে, তা পরে জানানো হবে।’