AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fact Check: পঞ্জাব মালকিনের বাহুডোরে বৈভব! সত্যিই কি প্রীতি জড়িয়ে ধরেছিলেন রাজস্থানের বিস্ময় বালককে?

Vaibhav Suryavanshi-Preity Zinta: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘিরে শুরু হয়েছে আলোচনা। পঞ্জাব কিংস গত ম্যাচটি খেলেছেন জয়পুরে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে ছিলেন প্রীতি জিন্টাও। ম্যাচ শেষে প্রীতি জিন্টার বাহুডোরে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী?

Fact Check: পঞ্জাব মালকিনের বাহুডোরে বৈভব! সত্যিই কি প্রীতি জড়িয়ে ধরেছিলেন রাজস্থানের বিস্ময় বালককে?
Image Credit: PTI
| Updated on: May 20, 2025 | 6:26 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফ্র্যাঞ্চাইজি কর্ণধাররাও অনেক সময় আলোচনায় আসেন। কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খান, জুহি চাওলা। সানরাইজার্স হায়দরাবাদের কাব্যা মারান। এঁদের নিয়ে হামেশাই আলোচনা হয়। টিমের ম্যাচ থাকলে গ্যালারিতে নিয়মিত দেখা যায়। তেমনই একজন পঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টা। কার্যত প্রতি ম্যাচেই তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়। সারাক্ষণ টিমকে চিয়ার করছেন। সকলেই তাঁকে শ্রদ্ধা করেন বিনয়ী আচরণের জন্য। নিজের দলই হোক আর প্রতিপক্ষ, প্লেয়ারদের সঙ্গে দিদির মতো মেশেন প্রীতি জিন্টা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘিরে শুরু হয়েছে আলোচনা। পঞ্জাব কিংস গত ম্যাচটি খেলেছেন জয়পুরে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে ছিলেন প্রীতি জিন্টাও। ম্যাচ শেষে প্রীতি জিন্টার বাহুডোরে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী?

সোশ্যাল মিডিয়ায় বৈভব এবং প্রীতি জিন্টার একটি ছবি ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে, রাজস্থান রয়্যালসের ১৪ বছরের ক্রিকেটার বৈভবকে আলিঙ্গন করছেন প্রীতি। আসলে এমন কিছু ঘটেইনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে প্রচণ্ড ক্ষুব্ধ প্রীতি জিন্টা। ম্যাচের পর আসলে যেটা হয়েছিল, সৌজন্য মূলক হাত মিলিয়েছিলেন বৈভবের সঙ্গে। যেমনটা অনেকের সঙ্গেই করে থাকেন।

রাজস্থান রয়্যালসের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টা প্রথমে দেখেন রাজস্থানের ওপেনার তথা পরিচিত মুখ যশস্বী জয়সওয়ালকে। তাঁর সঙ্গেই হাত মেলান। এরপরই পঞ্জাব কিংসের শশাঙ্ক সিংয়ের সঙ্গে কথা বলছিলেন প্রীতি। এরপরই বৈভবকে এগিয়ে আসতে দেকে শশাঙ্ককে বলে চলো ওকে হাই বলি। শুধুমাত্র হাত মেলান। বৈভবও এমন ভাবে দাঁড়িয়েছিলেন যেমন টিচারের সামনে স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে। কিন্তু এই হাত মেলানোই সোশ্যাল মিডিয়ায় অন্যভাবে ছড়ানো হয়।

প্রচণ্ড রেগে রয়েছেন, তা প্রীতি জিন্টার পোস্টেই পরিষ্কার। পরিষ্কার লিখেছেন- ‘একটা বিকৃত ছবি। আমি অবাক হয়ে যাই, কী ভাবে এমনটা ব্যবহার করা যেতে পারে। কেন এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে।’