AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ‘ক্যাপ্টেন্স নক’, ফাইনালের সেরা হয়েও কাদের কৃতিত্ব দিলেন রোহিত শর্মা?

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউয়িদের উড়িয়ে ২৫ বছর আগের হারের মধুর প্রতিশোধ নিল মেন ইন ব্লু। ফাইনালে ৭৬ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন রোহিত। চ্যাম্পিয়ন হওয়ার পর কাদের প্রশংসায় ভরালেন হিটম্যান?

Rohit Sharma: 'ক্যাপ্টেন্স নক', ফাইনালের সেরা হয়েও কাদের কৃতিত্ব দিলেন রোহিত শর্মা?
Rohit Sharma: 'ক্যাপ্টেন্স নক', ফাইনালের সেরা হয়েও কাদের কৃতিত্ব দিলেন রোহিত শর্মা?Image Credit: BCCI
| Updated on: Mar 09, 2025 | 11:19 PM
Share

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল বার বার। ভারত অপরাজিত থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে সেই সকল প্রশ্নের যেন ‘মু-তোড়’ জবাব দিল। আরও ভালো করে বললে এখনও ওডিআই ক্রিকেটের মেয়াদ ফুরিয়ে যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউয়িদের উড়িয়ে ২৫ বছর আগের হারের মধুর প্রতিশোধ নিল মেন ইন ব্লু। ফাইনালে ৭৬ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন রোহিত। তারপর সতীর্থদের প্রশংসায় ভরিয়েছেন।

মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে রোহিত বলেন, “আমরা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছি। একটা অসাধারণ অনুভূতি। আমার কাছে এই জয় মোটেও সাধারণ নয়। দলের সকলে আমার সঙ্গে রয়েছে। ওডিআই বিশ্বকাপে হারার পর রাহুল ভাই সঙ্গে ছিল। এই জয়টাই চাইছিলাম। গৌতি ভাইকে পাশে পেয়েছি। এ নিয়ে কথা বলেছিলাম। ম্যানেজমেন্টও পাশে ছিল। আমি কিছু আলাদা করার চেষ্টা করেছিলাম। সেটার ফলই পেয়েছি। এখানে কয়েকবার খেলেছি। পিচ কেমন আচরণ করবে বুঝতে পারছি। আমি খুব স্পষ্ট ধারণা রেখেছিলাম। আমি দলের পারফরম্যান্সে খুশি। আমরা ডিপ ব্যাটিং করতে চেয়েছিলাম। সফল হয়েছি।”

দুবাইতে যে ক্রিকেটাররা টিম ইন্ডিয়ার খেলা দেখতে হাজির হয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন রোহিত। তিনি বলেন, “এখানে আমাদের খেলা দেখতে যে দর্শকরা এসেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। এই ভিড়টা আমাদের তাতিয়েছে। আমাদের হোম গ্রাউন্ড নয় এটা, তারপরও মনে বয়েছে এটাই আমাদের ঘরের মাঠ। যে পরিমাণ দর্শক এই টুর্নামেন্টে আমাদের খেলা দেখতে এসেছেন, তা সন্তুষ্টি দেয়। এই ম্যাচই শুধু নয়, এই পিচে আমাদের স্পিনাররা যে ভাবে খেলল, তা এক কথায় অসাধারণ। সকলের উপর প্রচুর প্রত্যাশা ছিল। আমরা সকলের দক্ষতা দেখে সেই মতো কাজে লাগিয়েছি।”