India vs Pakistan: ক্রিকেট প্রেমীদের জন্য বিরাট খবর, ভারত-পাকিস্তান তিন ম্যাচ!
ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপও বলা হয়। এ বারের আয়োজক পাকিস্তান। যদিও ভারতীয় টিম যাবে না। ফলে গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা। টুর্নামেন্ট যেখানেই হোক, দু-দেশের ক্রিকেট প্রেমীদের জন্যই বিরাট খবর।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ভরসা এশিয়া কাপ এবং আইসিসি টুর্নামেন্ট। গত বছর ওয়ান ডে বিশ্বকাপ, মাস দুয়েক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। তারই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপও বলা হয়। এ বারের আয়োজক পাকিস্তান। যদিও ভারতীয় টিম যাবে না। ফলে গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা। টুর্নামেন্ট যেখানেই হোক, দু-দেশের ক্রিকেট প্রেমীদের জন্যই বিরাট খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে মোট আটটি দল। ওয়ান ডে ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। সব কিছু ঠিক থাকলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হচ্ছেই। এরপর সুপার ফোর পর্বেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। দু-দল ফাইনালে যোগ্যতা অর্জন করলে! আরও এক বার ভারত-পাকিস্তান।
শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ২০১৭ সালে। সে বার পাকিস্তানের বিরুদ্ধেই টুর্নামেন্টে অভিযান শুরু করেছিল ভারত। পাকিস্তানকে প্রথম ম্যাচে বিশাল ব্য়বধানে হারিয়েছিল। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ফাইনালে রান তাড়ায় ভারতের টপ অর্ডার ব্যর্থ হওয়ায় চাপ বাড়ে। হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাডেজা মরিয়া লড়াই করলেও ফাইনালে হার। এ বারের ভারতীয় দল যেরকম শক্তিশালী তেমনই দুর্দান্ত ছন্দেও।