WITT: দেশের গর্ব জম্মু-কাশ্মীর প্যারা ক্রিকেট টিম ক্যাপ্টেন আমিরকে নক্ষত্র সম্মান টিভি নাইনের

Feb 25, 2024 | 8:57 PM

WITT-Amir Hussain Lone: কাশ্মীর সফরে আমির হোসেন লোনের সঙ্গে দেখা করেন সচিন তেন্ডুলকর। জম্মু-কাশ্মীর প্যারা ক্রিকেট টিমের ক্যাপ্টেন আমির। মাত্র ৮ বছর বয়সে একটি দুর্ঘটনায় দুটি হাত হারান। তাতে অবশ্য ক্রিকেটের প্রতি প্যাশন, ভালো বাসা কোনও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি। বরং সকলের চোখে যেটা দুর্বলতা মনে হয়েছে, সেটাকেই শক্তিতে পরিণত করেছেন আমির। তিনি ব্যাট ধরেন কাঁধ ও গলার মাঝে। আর বোলিং করেন বাঁ পা দিয়ে। তাঁর ব্যাটিং দেখলে অবাক হতে হবে।

WITT: দেশের গর্ব জম্মু-কাশ্মীর প্যারা ক্রিকেট টিম ক্যাপ্টেন আমিরকে নক্ষত্র সম্মান টিভি নাইনের
Image Credit source: TV9 Network

Follow Us

আমির হুসেন লোন। নামটা চেনা? না হলে মনে করিয়ে দিই, এক দিন আগেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর ভূস্বর্গে নানা জায়গায় বেড়াতে গিয়েছেন। রাস্তায় নেমে ক্রিকেট খেলেছেন। ব্যাট প্রস্তুতকারী সংস্থায় গিয়েছেন। ব্যাট পরীক্ষা করে দেখেছেন। পরিবারের সঙ্গে ছুটিও কাটিয়েছেন। কিন্তু আরও একটা অনবদ্য মুহূর্ত তৈরি করেছেন।

কাশ্মীর সফরে আমির হোসেন লোনের সঙ্গে দেখা করেন সচিন তেন্ডুলকর। জম্মু-কাশ্মীর প্যারা ক্রিকেট টিমের ক্যাপ্টেন আমির। মাত্র ৮ বছর বয়সে একটি দুর্ঘটনায় দুটি হাত হারান। তাতে অবশ্য ক্রিকেটের প্রতি প্যাশন, ভালো বাসা কোনও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি। বরং সকলের চোখে যেটা দুর্বলতা মনে হয়েছে, সেটাকেই শক্তিতে পরিণত করেছেন আমির। তিনি ব্যাট ধরেন কাঁধ ও গলার মাঝে। আর বোলিং করেন বাঁ পা দিয়ে। তাঁর ব্যাটিং দেখলে অবাক হতে হবে।

টিভি নাইন হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে আজই। সেখানে সম্মানিত করা হয়েছে বিশেষ কিছু ব্যক্তিত্বকে। ক্রীড়াজগতের ব্যক্তিত্বও ছিলেন। তাঁদের মধ্যে একজন আমির হুসেন লোন। জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট টিমের ক্যাপ্টেন আমিরকে নক্ষত্রসম্মান দেওয়া হয় টিভি নাইন নেটওয়ার্কের তরফে। জম্মু-কাশ্মীর প্যারা ক্রিকেট টিমের ক্যাপ্টেন আমির হুসেন লোন মঞ্চে ওঠেন স্ত্রী এবং পুত্রকে নিয়ে। তাঁর পুত্র সন্তানের হাতে পুরষ্কার তুলে দেন ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি পুল্লেলা গোপীচাঁদ।

ভারতের গর্ব বাবার পুরস্কার নিজে হাতে নিয়ে আমিরের পুত্রসন্তানও যেন গর্বিত। মঞ্চে দাঁড়িয়ে রইলেন বাবার সামনে। টিভি নাইনের মঞ্চে অনবদ্য একটা মূহূর্ত। একটা পরিবারের সুন্দর মুহূর্ত তৈরি হল।