এর আগে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। সাফল্যও পেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানান রোহিত শর্মা। মনে করা হয়েছিল, ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকেই দায়িত্ব দেওয়া হবে। যদিও নতুন কোচ গৌতম গম্ভীর চোটপ্রবণ হার্দিকে ভরসা দেখাননি। শ্রীলঙ্কা সফরে সূর্যকুমার যাদবকেই নেতৃত্ব দেওয়া হয়। তখন থেকেই একটা পরিষ্কার চিত্র সামনে আসে, আর স্টপগ্যাপ নয়, টি-টোয়েন্টিতে পাকাপাকি দায়িত্বেই সূর্যকুমার যাদব। বাংলাদেশ সিরিজেও তিনিই নেতা। জল্পনা চলছে, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সও হার্দিককে সরিয়ে দায়িত্ব দিতে পারে স্কাইকে। কী বলছেন ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন?
বাংলাদেশ সিরিজ শুরুর আগে আইপিএল ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন সামলাতে হল সূর্যকুমার যাদবকে। মুম্বই ইন্ডিয়ান্সই শুধু নয়, জোর জল্পনা কেকেআরও স্কাইকে চায়। আইপিএলে নেতৃত্ব দেবেন কিনা এই প্রশ্নে সূর্যকুমার যাদব কিছুটা অস্বস্তির পরিস্থিতিতেও পড়েন। মুখে হাসি। সাংবাদিকদের বলেন, ‘আপনারা তো গুগলি দিলেন। দেখাই যাক না কী হয়। আপনারা তো জানতেই পারবেন।’
ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে চতুর্থ সিরিজ সূর্যকুমার যাদবের। নতুন ভূমিকা উপভোগ করছেন, পরিষ্কার জানালেন। এর জন্য রোহিত শর্মাকেও কৃতিত্ব দিতে ভুললেন না। সূর্যর কথায়, ‘নতুন ভূমিকা উপভোগ করছি। মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত ভাইয়ের নেতৃত্বে খেলার সময়, প্রয়োজনে ওকে ইনপুট দিয়েছি। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ক্যাপ্টেন্সি করেছি। বাকি ক্যাপ্টেনদের থেকে অনেক কিছুই শিখেছি। দলকে কী ভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা ওদের থেকেই শেখা।’