Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশী মাঠে পা রেখেই যে কাজ ভোলেন না, কুসংস্কার নাকি…
RR, IPL 2025: এ বারের আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে এখনও অবধি ৩টি ম্যাচ খেলেছেন বিহারের ছেলে বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বৈভব শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন।

কোনও ক্রিকেট ম্যাচে খেলতে নামলে বৈভব কী করেন? বছর ১৪-র বিস্ময় বালক বৈভবের কোচ মনীশ ওঝা জানিয়েছেন, তাঁর ছাত্রর আকাশের দিকে তাকিয়ে সূর্যকে দেখার অভ্যাস রয়েছে। মনীশের কথায়, বৈভবকে প্রথম থেকেই এমনটা করতে দেখছেন। মাঠে পা রাখলেই আকাশের দিকে তাকায় বৈভব। কোনও শট মারার পরও বৈভব আকাশে সূর্যর দিকে তাকায়। আইপিএলের ম্যাচ রাতের বেলার হলেও এই আকাশের দিকে বৈভবের তাকানোর অভ্যাস বদলায়নি। এ কথাও উল্লেখ করেছেন তাঁর কোচ।
চলতি আইপিএলে এখনও অবধি ৩ ম্যাচে ১৫১ রান করেছেন বৈভব সূর্যবংশী। সর্বাধিক ১০১। গড় ৫০.৩৩। স্ট্রাইকরেট ২১৫.৭১। নিরাশ করেননি বিহারের সমস্তিপুরের ছেলে। রাজস্থানের গত ম্যাচে সেঞ্চুরি করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরানের নজির গড়েছেন বৈভব। তারপর থেকে ক্রিকেট বিশ্বে তাঁকে নিয়ে তুমুল আলোচনা চলছে।
শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-
