IPL Best Partnership: বিরাট কোহলিদের রেকর্ড সঙ্কটে! ভাঙতে পারে টাইটান্স জুটি…
Indian Premier League: ব্যাটিংয়ের ক্ষেত্রেও। এমনটা কমই দেখা যায় যে, একাই প্রতিপক্ষকে চাপে ফেলছেন। আইপিএলে জুটিতে লুটি, এর অনেক উদাহরণ রয়েছে। আইপিএলের মঞ্চে এমনই কিছু জুটির কথা জেনে নেওয়া যাক।

‘জুটিতে লুটি’। খেলার দুনিয়ায় প্রচলিত শব্দ। ক্রিকেট, ফুটবলের মতো অনেক দলগত খেলা রয়েছে। একজন যতই ভালো খেলুন না কেন, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করতে না পারলে সাফল্য আসা কঠিন। ফুটবলে একটা ভালো পাস, গোলের সুযোগ সহজ করে। ক্রিকেটে বোলিং হোক বা ব্য়াটিং, এখানেও জুটির খেলা। কোনও বোলার একা ব্য়াটারদের উপর চাপ সৃষ্টি করতে পারে না। উল্টোদিক থেকেও সাপোর্ট চাই। ব্যাটিংয়ের ক্ষেত্রেও। এমনটা কমই দেখা যায় যে, একাই প্রতিপক্ষকে চাপে ফেলছেন। আইপিএলে জুটিতে লুটি, এর অনেক উদাহরণ রয়েছে। আইপিএলের মঞ্চে এমনই কিছু জুটির কথা জেনে নেওয়া যাক।
সবচেয়ে ভালো জুটির কথা হবে, আর সেখানে বিরাট কোহলি-ডি ভিলিয়ার্সের প্রসঙ্গ আসবে না! এমনটা হয় নাকি? তালিকায় প্রথমেই তাঁরা। ২০১৬ সালের আইপিএলে ফেভিকল জুটি হয়ে উঠেছিলেন বিরাট ও এবিডি। এক মরসুমে জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখনও অবধি বিরাট-ডি ভিলিয়ার্সের দখলেই। এবারের আইপিএলে এমন এক জুটি রয়েছে যাঁরা এই রেকর্ড ভেঙে দিতে পারেন।
দীর্ঘদিন একই দলের হয়ে অর্থাৎ আরসিবিতে খেলেছেন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। এবিডি অবসর নিলেও বিরাট এখনও খেলছেন। ২০১৬ সালের আইপিএলে জুটিতে এমন একটি রেকর্ড গড়েছিলেন যা এখনও অবধি ভাঙা সম্ভব হয়নি। সে বছর ১৩ ইনিংস মিলিয়ে জুটিতে মোট ৯৩৯ রান করেছিলেন বিরাট-এবিডি।
এরপর একটা নাম কমন। বিরাট কোহলি। তবে সে বার তাঁর পার্টনার ফাফ ডুপ্লেসি। ২০২৩ সালের আইপিএলে জুটিতে সবচেয়ে বেসি রান করেছিলেন। এবং ২০১৬ সালের সর্বোচ্চ ৯৩৯ রানের জুটিকেও ছুঁয়ে ফেলেছিলেন। এর মধ্যে এক ম্যাচে সর্বাধিক ১৭২ রানের পার্টনারশিপও গড়েছিলেন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের দুই ক্রিকেটার। ২০২৩ এর আইপিএলে জুটিতে সাফল্য পেয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। ১৫টি ম্য়াচে ৮৪৯ রান করেছিল ঋতুরাজ-কনওয়ে জুটি।
তালিকায় চতুর্থ স্থানে এমন এক জুটি যাঁরা চলতি মরসুমেই তাঁদের কামাল দেখিয়ে চলেছে। যাঁদের দেখে মনে হচ্ছে, পুরনো সব রেকর্ড ভেঙে দিতে পারেন। তাঁরা হলেন গুজরাট টাইটান্সের দুই ওপেনার। বাঁ হাতি ব্যাটার সাই সুদর্শন এবং ক্যাপ্টেন শুভমন গিল। ইতিমধ্যেই এই মরসুমে ১২ ম্য়াচ খেলে ৮৩৯ রান করে ফেলেছেন। এর মধ্যে দিল্লির বিরুদ্ধে গত ম্যাচটিতে ২০৫ রানের ঐতিহাসিক পার্টনারশিপ গড়েছেন শুভমন-সাই।
যদি ৯৩৯ রানের রেকর্ড ভাঙতে হয়, জুটিতে অন্তত ১০১ রান যোগ করতে হবে সাই ও শুভমনকে। লিগ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি টাইটান্সের। এরপর প্লে-অফ পর্ব। আর ফাইনাল অবধি পৌঁছলে সুযোগ ভরপুর। বিরাট-এবিডি কিংবা বিরাট-ডুপ্লেসি জুটির রেকর্ড কি সঙ্কটে? আপাতত সাই-শুভ জুটির ফর্ম দেখে বলাই যায়।





