কলকাতা: ভারত থেকে ২টো ব্যাচে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। প্রথম ব্যাচ রওনা দিয়েছে ১০ নভেম্বর। আর দ্বিতীয় ব্যাচের ক্রিকেটারদের সেখানে যাওয়ার কথা আজ, ১১ নভেম্বর। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ব্যাচের ক্রিকেটারদের সঙ্গে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় টিমের (Team India) সঙ্গে সফর করেননি। কারণ তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি ইতিমধ্যেই পারথে পৌঁছে গিয়েছেন। আসলে তিনি প্রথম ব্যাচের ভারতীয় ক্রিকেটারদেরও আগে গিয়েছেন অস্ট্রেলিয়ায়।
টিমকে ছাড়াই ডনের দেশে কোহলির পাড়ি দেওয়া প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে এক সূত্র বলেছে, ‘বিরাট কোহলি ভারতের ২টো ব্যাচের ক্রিকেটারদের থেকে আগে অস্ট্রেলিয়াতে গিয়েছেন। তিনি তো ইতিমধ্যে পারথে পৌঁছেও গিয়েছেন। প্রথম ব্যাচের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার পথে রয়েছেন। আর দ্বিতীয় ব্যাচ যাচ্ছে আজ।’
এর আগে মুম্বই বিমানবন্দরে শনিবার, ৯ অক্টোবর দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। তাঁর স্ত্রী, বলিউড ডিভা অনুষ্কা শর্মাকেও তাঁর পাশে দেখা যায়। কোহলির অনুরাগীদের দেখা যায় তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করতে। অটোগ্রাফ দিতেও দেখা যায় বিরাটকে।
বিদেশের একাধিক ক্রিকেটার মনে করছেন, বিরাট কোহলি ফর্মে নেই ঠিকই, কিন্তু অজি সফরে তিনি জ্বলে উঠলে চাপে পড়ে যাবেন প্যাট কামিন্সরা। বিরাটের ব্যাটে বারুদ যে কোনও মুহূর্তে জ্বলে উঠতে পারে। সাময়িক রানের খরা কোহলি অজি-ভূমে কাটাতে পারলে এই সিরিজে টিম ইন্ডিয়ারই লাভ হবে।
Australian Newspapers made a Separate article for Virat Kohli just to announce Kohli reached Australia – Whether for 2018 Tour, 2020 Tour or in this Tour 2024.🫡
– KING KOHLI, THE GLOBAL ICON..!!!! 🐐 pic.twitter.com/vdNw40oTWp
— Tanuj Singh (@ImTanujSingh) November 11, 2024
২০১১-২০২০ অবধি বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশের মাটিতে ১৩টি ম্যাচ খেলেছেন। সেখানে ২৫টি ইনিংসে ১৩৫২ রান করেন বিরাট। রয়েছে ৬টি শতরান ও ৪টি অর্ধশতরান। অজি-ভূমে বিরাটের সর্বাধিক ইনিংস ১৬৯। এ বার তিনি তা ছাপিয়ে যেতে পারেন কিনা, সেটাই দেখার।