AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manchester Derby : বিলেতে জমজমাট ম্যাঞ্চেস্টার ডার্বি, সস্ত্রীক আমন্ত্রণ বিরাটকে

Virat Kohli-Anushka Sharma : শনিবার বিকেলে ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) মাতবে সারা ইংল্যান্ড। সব পথ কাল মিশে যাবে ওয়েম্বলিতে। ঘটনা হল, শনি-বিকেলে বিরাট কোহলিও ছুটবেন ওয়েম্বলির উদ্দেশে। তাঁর জন্য বুক করা থাকছে ওয়েম্বলির বিশেষ বক্স। যেখানে, শ্রীমতী বিরাট কোহলি হবেন তাঁর সঙ্গী।

Manchester Derby : বিলেতে জমজমাট ম্যাঞ্চেস্টার ডার্বি, সস্ত্রীক আমন্ত্রণ বিরাটকে
বিলেতে জমজমাট ম্যাঞ্চেস্টার ডার্বি, সস্ত্রীক আমন্ত্রণ বিরাটকে
| Edited By: | Updated on: Jun 02, 2023 | 6:11 PM
Share

লন্ডন : ইংল্যান্ডে এখন তিনটে আলোচনা। এক, পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি কি প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতবে? দুই, এফএ কাপের ঠিকানা কি এতিহাদ স্টেডিয়াম হতে চলেছে? নাকি, এরিক টেন হ্যাগের প্রথম ট্রফি-সোহাগ হবে? আর তিন? ওভালে তেরঙ্গা উড়বে? নাকি, অজি আগ্রাসনে ভেঙে চুরে যাবে রোহিতের সুখের সংসার? ক্রিকেট চর্চায় বিরাট রয়েছেন, খুব স্বাভাবিক ভাবেই। আশ্চর্যের হল, ফুটবল মহলেও এখন আলোচিত হচ্ছে বিরাট কোহলির নাম। শনিবার বিকেলে ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) মাতবে সারা ইংল্যান্ড। সব পথ কাল মিশে যাবে ওয়েম্বলিতে। ঘটনা হল, শনি-বিকেলে বিরাট কোহলিও (Virat Kohli) ছুটবেন ওয়েম্বলির উদ্দেশে। তাঁর জন্য বুক করা থাকছে ওয়েম্বলির বিশেষ বক্স। যেখানে, শ্রীমতী বিরাট কোহলি হবেন তাঁর সঙ্গী। ম্যাঞ্চেস্টার ডার্বি দেখার জন্য তাঁকে সস্ত্রীক আমন্ত্রণ জানানো হয়েছে। এফএ কাপের ফাইনাল (FA Cup Final) দেখতে বিরুষ্কাকে আমন্ত্রণ জানাল কে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওয়েম্বলি স্টেডিয়ামে হতে চলা ম্যাঞ্চেস্টার ডার্বি দেখার জন্য আসলে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে আমন্ত্রণ জানিয়েছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমা। বিরাট ও অনুষ্কা দু’জনই এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাই তাঁদের এফএ কাপের ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছে পুমা।

বর্তমানে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা দু’জনই লন্ডনে রয়েছেন। সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। যার জন্য জোরকদমে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। বর্তমানে লন্ডনে ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন বিরাট। আর অনুষ্কা এখন রুপোলি পর্দা থেকে দূরে রয়েছেন। তাই বিরাট কোহলির ইংল্যান্ড সফরের সঙ্গী হয়েছেন অনুষ্কা। চলতি বছরে নেটফ্লিক্সে অনুষ্কা শর্মার সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’ রিলিজ হওরার কথা। প্রসঙ্গত, এটি ভারতীয় কিংবদন্তি ঝুলন গোস্বামীর বায়োপিক।