Virat Kohli: মিনি বিশ্বকাপে ‘পাক-বধে’ সেঞ্চুরির নায়ক বিরাট কোহলিকে পুরস্কার আইসিসির
ICC Rankings: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে এ বার প্রকাশিত হয়েছে ওডিআই ব়্যাঙ্কিং। আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শুভমন গিল।

কলকাতা: বিরাট আছেন বিরাটেই… চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) পাকিস্তানকে সামনে পেয়েই জ্বলে উঠেছিল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। এ বার কোহলির জন্য বাড়তি পাওনা। আইসিসির ওডিআই ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। তাতে উন্নতিও হয়েছে কিং কোহলির। জানেন আইসিসি ব়্যাঙ্কিংয়ে কত নম্বরে জায়গা করে নিয়েছেন বিরাট? আর প্রথম দশেই রয়েছেন ভারতের কোন কোন ক্রিকেটার? জানুন বিস্তারিত।
আইসিসির সদ্য প্রকাশিত ওডিআই ব়্যাঙ্কিংয়ে এক ধাপ উঠেছেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে তিনি ছিলেন আইসিসি ব্যাটারদের ক্রমতালিকার ছয় নম্বরে। পাক-বধের নায়ক বিরাট এখন এই তালিকার পাঁচে পৌঁছে গিয়েছেন। কোহলির অর্জিত রেটিং পয়েন্ট ৭৪৩।
ভারতের তরুণ তুর্কি শুভমন গিল আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের মাটিতে হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো পারফর্ম করেছিলেন শুভমন। আমেদাবাদে ১১২ রানের ইনিংস উপহার দেওয়ার পর তিনি বসেন আইসিসি ওডিআই ব্যাটারদের সিংহাসনে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ১০১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন গিল। এই মুহূর্তে তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮১৭।
Strong performances at #ChampionsTrophy 2025 have been rewarded on the latest rankings update 🔥
Details ⬇️https://t.co/MKxfGl1AQd
— ICC (@ICC) February 26, 2025
আইসিসি ওডিআই ব্যাটারদের তালিকায় শুভমন গিল ও বিরাট কোহলি ছাড়া প্রথম দশে মোট ৪ জন ক্রিকেটার রয়েছেন। তিনে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (অর্জিত রেটিং পয়েন্ট ৭৫৭)। নয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার (অর্জিত রেটিং পয়েন্ট ৬৭৯)।





