Virat Kohli: ‘সুরক্ষিত’ হাতের রেকর্ড, ১৪ হাজারের মাইলস্টোন পার বিরাট কোহলির

Feb 23, 2025 | 8:32 PM

ICC Champions Trophy 2025: ১২.৬ ওভারে হ্যারিস রউফকে কভার ড্রাইভে বাউন্ডারি মেরে ওডিআইতে ১৪ হাজারের মাইলস্টোন পার করেছেন বিরাট কোহলি।

Virat Kohli: সুরক্ষিত হাতের রেকর্ড, ১৪ হাজারের মাইলস্টোন পার বিরাট কোহলির
'সুরক্ষিত' হাতের রেকর্ড, ১৪ হাজারের মাইলস্টোন পার বিরাট কোহলির
Image Credit source: PTI

Follow Us

দুবাই: রো-কো জুটিকে রেকর্ড গড়া থেকে থামাতে পারছেন না কোনও ক্রিকেটারই। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১১ হাজার ওডিআই রানের রেকর্ড স্পর্শ করেছিলেন রোহিত শর্মা। আর আজ, পাকিস্তানের বিরুদ্ধে ১৫ রান করার পরই বিরাট কোহলি (Virat Kohli) পেরিয়ে যান ওডিআইতে ১৪ হাজার রানের মাইলফলক। পাকিস্তানের ইনিংস চলাকালীনও তাঁর হাতে হয়েছে এক অন্য রেকর্ড।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ইনিংস চলাকালীন ১৪ হাজারির ক্লাবে ঢুকে পড়েছেন কোহলি। ১২.৬ ওভারে হ্যারিস রউফকে কভার ড্রাইভে বাউন্ডারি মেরে ওডিআইতে ১৪ হাজারের মাইলস্টোন পার করেছেন বিরাট। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এবং ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইতে ১৪ হাজারের বেশি রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। তাঁর সামনে এখন শুধু রয়েছেন মাস্টার ব্লাস্টার ও সঙ্গাকারা। অবশ্য সচিনের এক রেকর্ড ভেঙেছেন বিরাট। ২৮৭তম ইনিংসে ১৪ হাজার ওডিআই রানের গ্রুপে ঢুকে পড়েছেন বিরাট। সচিন ১৪ হাজারের গ্রুপে ঢুকতে নিয়েছিলেন ৩৫০তম ইনিংস। ওডিআইতে সবচেয়ে দ্রুততম ১৪ হাজার রান করার মালিক বিরাট।

এক ঝলকে দেখে নিন ওডিআইতে সবচেয়ে বেশি রান করা ৫ ক্রিকেটারের তালিকা —

  1. সচিন তেন্ডুলকর ১৮৪২৬
  2. কুমার সঙ্গাকারা ১৪২৩৪
  3. বিরাট কোহলি ১৪০০০*
  4. রিকি পন্টিং ১৩৭০৪
  5. সনৎ জয়সূর্য ১৩৪৩০

কেরিয়ারের ২৯৯তম ওডিআই ম্যাচ খেলছেন বিরাট কোহলি। এই ম্যাচে দুই ক্যাচ নিয়ে মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড ভেঙেছেন বিরাট। এতদিন ওডিআইতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচের মালিক ছিলেন প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন। তিনি ১৫৬টি ক্যাচ নিয়েছিলেন। বিরাট আজ একটি ক্যাচ নিয়ে ছাপিয়ে যান তাঁকে। ওডিআইতে কোহলি এখন ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচের (১৫৭) মালিক।