AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: রাঁচির ছন্দ রায়পুরেও, প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি বিরাট কোহলির

India vs South Africa, 2nd ODI: রায়পুরের শহীর বীর নায়ারণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। বুধ-দুপুর জমিয়ে দিলেন বিরাট কোহলিরা। তাঁর পাশাপাশি রায়পুরে এই ম্যাচে সেঞ্চুরি করেছেন ঋতুরাজ গায়কোয়াড়ও।

Virat Kohli: রাঁচির ছন্দ রায়পুরেও, প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি বিরাট কোহলির
রাঁচির ছন্দ রায়পুরেও, প্রোটিয়াদের বিরুদ্ধে পরপর সেঞ্চুরি বিরাট কোহলিরImage Credit: BCCI
| Updated on: Dec 03, 2025 | 4:57 PM
Share

কলকাতা: কিং কোহলি রাঁচির ছন্দ ধরে রেখেছেন রায়পুরেও। প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি (Virat Kohli)। এই নিয়ে ১১ বার পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করলেন বিরাট। রায়পুরের শহীর বীর নায়ারণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। বুধ-দুপুর জমিয়ে দিলেন বিরাটরা। তাঁর পাশাপাশি রায়পুরে এই ম্যাচে সেঞ্চুরি করেছেন ঋতুরাজ গায়কোয়াড়ও।

কোহলির ৮৪তম আন্তর্জাতিক সেঞ্চুরি

দেখতে দেখতে কেরিয়ারের ৮৪তম আন্তর্জাতিক সেঞ্চুরি এল বিরাট কোহলির ব্যাটে। টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। খেলেন শুধু ওডিআইতে। এই ফর্ম্যাটে তিনি যে এখনও রাজা, তা সুযোগ পেতেই প্রমাণ করছেন। ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছেন, গৌতম গম্ভীরকে যোগ্য জবাব দিচ্ছেন বিরাট। কারণ, ক্রিকেট মহলে ফিসফাস হতেই থাকে যে কোচ গম্ভীরের সঙ্গে বিরাট এবং রোহিতের সম্পর্ক ঠিক নেই। তিনজনের কেউই অবশ্য প্রকাশ্যে তা নিয়ে কখনও কিছু বলেননি।

রানমেশিনের রানের ফুলঝুরি জারি…

রাঁচিতে ম্যাচ জেতানো ইনিংসের পর বিরাট কোহলি রায়পুরে ৯০ বলে সেঞ্চুরি করেন। যা সাজানো ছিল ৭টি চার ও ২টি ছয়ে। শতরানের পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বিরাট। ৯৩ বলে ১০২ রানে আউট কোহলি। তাঁর উইকেট নেন লুনগি এনগিডি। উল্লেখ্য, এটি কোহলির ওডিআই কেরিয়ারের ৫৩তম শতরান। পঞ্চম ওভারে রোহিত (১৪) আউট হওয়ার পর নামেন বিরাট। এরপর যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন কোহলি। তারপর যশস্বী ২২ রান করে আউট হলে তিনি পার্টনারশিপ গড়তে থাকেন ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে। দেখতে দেখতে ওডিআই কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ঋতু। এরপর আসে বিরাটের ব্যাটেও সেঞ্চুরি।