Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ক্রিকেটের নন্দনকাননে KKR এর বিরুদ্ধে ‘বিরাট’ রেকর্ডে নজর কোহলির

IPL 2025: ১৮তম আইপিএলের উদ্বোধনের দিন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। যার জন্য তাঁকে আর করতে হবে ৩৮ রান। কী সেই রেকর্ড?

Virat Kohli: ক্রিকেটের নন্দনকাননে KKR এর বিরুদ্ধে 'বিরাট' রেকর্ডে নজর কোহলির
রেকর্ডে নজর বিরাটেরImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 22, 2025 | 4:14 PM

কলকাতা: ক্রিকেটের নন্দনকানন আর কিং কোহলির রয়েছে এক আলাদা কানেকশন। ইডেন গার্ডেন্সে নামলেই তাঁর ব্যাট এক এক স্মরণীয় ইনিংস উপহার দেয়। এ বারও তাঁর থেকে তেমনটাই প্রত্যাশিত। বিরাট রাজার আবেগে ভাসছে ইডেন। ঘরের মাঠেই যেন কোণঠাসা হয়ে পড়েছে কেকেআর (KKR)। কে বলবে এরাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন! ইডেনে বিরাটকে ঘিরে যে উত্তেজনা দেখা যাচ্ছে, তাতে এ কথা বলা ছাড়া আর উপায় নেই। ১৮তম আইপিএলের উদ্বোধনের দিন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। যার জন্য তাঁকে আর করতে হবে ৩৮ রান। কী সেই রেকর্ড?

আসলে ৩৬ বছর বয়সী বিরাট এ বার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১ হাজার রানের রেকর্ডের মুখে দাঁড়িয়ে রয়েছেন। আগামিকাল কোহলি ৩৮ রান করলে, চতুর্থ ব্যাটার হিসেবে কেকেআরের বিরুদ্ধে হাজার রানের রেকর্ড গড়বেন। কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার তালিকায় কোহলির আগে রয়েছেন ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা ও সুরেশ রায়না।

আইপিএলে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান রয়েছে কোন ক্রিকেটারদের?

এই খবরটিও পড়ুন

  • ডেভিড ওয়ার্নার – ২৮ ম্যাচে ১০৯৩ রান
  • রোহিত শর্মা – ৩৪ ম্যাচে ১০৭০ রান
  • সুরেশ রায়না – ২৮ ম্যাচে ৯৬৬ রান
  • বিরাট কোহলি – ৩৫ ম্যাচে ৯৬২ রান

আরও এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। যদি তিনি কেকেআরের বিরুদ্ধে ১ হাজার রানের রেকর্ড গড়ে ফেলতে পারেন, তা হলেই করবেন বাজিমাত। কারণ, তাঁর আগে আইপিএলের ইতিহাসে কোনও ক্রিকেটার দুই বা তার বেশি প্রতিপক্ষর বিরুদ্ধে ১০০০ এর বেশি রান করেননি। বিরাট এর আগে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১ হাজারের বেশি রান করেছেন। এ বার কেকেআরের বিরুদ্ধে তিনি এই রেকর্ড করলে টিম তালিকাটা তিন থেকে চারে পৌঁছে যাবে। ডেভিড ওয়ার্নার পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে ১ হাজার রান করেছিলেন। তিনি ছাড়া রোহিত শর্মা এই আইপিএলে ১ হাজার রানের রেকর্ড গড়েছিলেন কেকেআর ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে। উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান-সংগ্রহকারী ক্রিকেটার বিরাট কোহলি। তিনি ২৫২ ম্যাচে ৮০০৪ রান করেছেন।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে