Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIRAT on ROHIT: রো-কো জুটির কিস্তিমাত! ১৫ বছরের সম্পর্ক আজও অটুট

বিরাট, রোহিত একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। মাস খানেক আগেই কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন রো-কো জুটি। আর এ বার আইপিএলে তাঁরা প্রতিপক্ষ।

VIRAT on ROHIT: রো-কো জুটির কিস্তিমাত! ১৫ বছরের সম্পর্ক আজও অটুট
রো-কো জুটির কিস্তিমাত! ১৫ বছরের সম্পর্ক আজও অটুটImage Credit source: X
Follow Us:
| Updated on: Apr 06, 2025 | 6:37 PM

ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার… এ কথা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) জন্য বলা যায়? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মতে এ কথা বলাই যায়। তাঁরা যেন, এক আত্মা অভিন্ন হৃদয়। ২২ গজে শাসন করেন দু’জনই। ভারতীয় ক্রিকেট টিমকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে দু’জনের। আইপিএলেও তাঁরা দীর্ঘ সময় নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্যাপ্টেন্সির ব্যাটন সামলেছেন। বিরাট, রোহিত একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। মাস খানেক আগেই কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন রো-কো জুটি। আর এ বার আইপিএলে তাঁরা প্রতিপক্ষ। এ মরসুমে প্রথম বার মুখোমুখি হবে আরসিবি ও মুম্বই। তার আগে রোহিতের সঙ্গ সম্পর্ক নিয়ে অকপট বিরাট।

ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলতেন বিরাট। আর মুম্বইয়ের হয়ে দেখা যেত রোহিতকে। বর্ডার গাভাসকর ট্রফির পর বিরাট-রোহিতকে যথাক্রমে দিল্লি ও মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল। আইপিএলে রোহিতের টিম মুম্বই। আলাদা করে তা বলার প্রয়োজন পড়ে না। কারণ মুম্বইকে এক, দুই নয়, মোট পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছেন রোহিত। আইপিএলে গত ১৭টা মরসুম বেঙ্গালুরুতেই খেলেছেন বিরাট। এ বারও তাঁর ঠিকানা আরসিবি। ট্রফি কি আসবে আরসিবিতে? বিরাট মনে প্রাণে সেটাই চাইছেন।

আবার ফেরা যাক রো-কো জুটিতে। টিম ইন্ডিয়ার জার্সিতে রোহিতের অভিষেক হয় ২০০৭ সালে। এক বছর পর জাতীয় দলে পা রাখেন বিরাট। এরপর কেটে গিয়েছে ১৭টি বছর। রোহিত, বিরাট জুটিতে ভারতকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। আইপিএলের মঞ্চে রোহিতকে উল্টোদিকে দেখার আগে বিরাট জানিয়েছেন, তাঁদের সম্পর্ক, বন্ধুত্বর কথা। আরসিবির শেয়ার করা এক ভিডিয়োতে বিরাট বলেন, “একে অপরকে আমরা খুব সম্মান করি। সব সময় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিই। বরাবর আমরা দু’জন দু’জনের কাছ থেকে শিখি। আমাদের কেরিয়ার একই সময়ে এগিয়েছে। আসলে কারও সঙ্গে এতগুলো বছর ধরে খেললে এমনটাই হবে।”

বিরাট কোহলির পর জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন রোহিত। তাঁদের দু’জনের সম্পর্ক নিয়ে একাধিকবার নানা জল্পনা ছড়িয়েছে। আর তাঁরা বারবার বলে এসেছেন, একে অপরকে বিশ্বাস করেন। বিরাটের কথায়, “আমরা খেলার সময় বরাবর নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলি। রোহিত ক্যাপ্টেন হলেও আমার সঙ্গে আলোচনা করে। আর বেশির ভাগ সময় আমাদের মতের মিলই হয়। একে অপরকে আমরা খুব বিশ্বাস করি। আসলে আমরা দু’জনই দলের স্বার্থের কথা বরাবর ভাবি। তাই এটাও জানি যে, আমরা যা সিদ্ধান্ত নেব, দলের কথা ভেবেই নেব।”

দীর্ঘ ১৫ বছর ধরে জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলছেন বিরাট-রোহিত। কোহলির মতে, তাঁরা দু’জন কখনও ভাবেননি এতটা সময় একসঙ্গে তাঁরা দেশের জার্সিতে খেলবেন। কিং কোহলি বলেন, “আমরা একসঙ্গে খেলা বরাবর উপভোগ করি। যেমনটা বলেছি, আবারও বলব আমরা ভাবতেই পারিনি দীর্ঘ ১৫ বছর ভারতের হয়ে খেলতে পারব। ধারাবাহিকতা বজায় রেখে আমরা যে ভাবে খেলেছি, তাতে খুশি। প্রচুর স্মৃতি তৈরি হয়েছে। আশা করছি আগামীতেও হবে।”

আইপিএলে বিরাট-রোহিত প্রতিপক্ষ শুধুই ম্যাচের সময়। এছাড়া তাঁরা ওই যে শুরুতেই বললাম, হরিহর আত্মা। একথা ঘোরাফেরা করে দুই সুপারস্টারের অনুরাগীদের মুখে।