Virat Kohli Retires: ‘সৌরভ দক্ষ, ধোনি ঠান্ডা মাথার, কিন্তু বিরাট আগুন…’, আর কী বলছেন গ্রেগ চ্যাপেল?
Greg Chappell on Virat Kohli: টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের স্বপ্ন অধরা রেখেই সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। আর সেই কিং কোহলিকেই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বলছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন। এখানেই শেষ নয়, সৌরভ-ধোনির মতো ক্যাপ্টেনের সঙ্গেও তুলনা করেছেন বিরাট কোহলিকে।

টেস্ট ক্রিকেটে আজই বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। জল্পনা বেশ কয়েক দিন ধরেই চলছিল। সূত্রের খবর, কোহলিকে বোঝানোর মরিয়া চেষ্টাও করা হয়েছিল। তাতে যে সুরাহা হয়নি বিরাট কোহলির ঘোষণাতেই পরিষ্কার। এর মাঝেই আলোচনা চলছিল, বিরাট যাতে সিদ্ধান্ত বদলান সে কারণে ভারতীয় ক্রিকেটের প্রভাবশালীদের সহযোগিতাও নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এই প্রভাবশালী বলতে শুধুই সচিন তেন্ডুলকর, ধোনি কিংবা রাহুল দ্রাবিড়রা নাকি কোনও বোর্ড কর্তাও ছিলেন, এ বিষয়ে পরিষ্কার হয়নি। তবে কোনও প্রভাব কাজে আসেনি। টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের স্বপ্ন অধরা রেখেই সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। আর সেই কিং কোহলিকেই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বলছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন।
কোনও অজি ক্রিকেটার মন খুলে অন্য দেশের কারও প্রশংসা করছেন, এমনটা বিরল। এর জন্য সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির মতো হতে হয়। একটা সময় বিরাট কোহলিই ছিলেন অস্ট্রেলিয়ানদের কাছে সবচেয়ে অস্বস্তির ক্রিকেটার। কারণ, তাঁকে না স্লেজিং করা যেত আর না তো চিন মিউজিকে থামাতে গিয়েছে। পরবর্তীতে কিং কোহলিকেই সবচেয়ে আপন করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রেমীরা। কারণ, নিজেদের মতোই মনে হয়েছিল। যে লড়াইটা করতে জানেন। বিরাট কোহলির টেস্ট অবসরের পর ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে কলাম লিখেছেন ভারতের প্রাক্তন কোচ তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল।
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের ‘নায়ক’ গ্রেগ চ্য়াপেল লিখেছেন, ‘সচিন তেন্ডুলকরের অবসরে যেমন একটা যুগের অবসান হয়েছিল, বিরাট কোহলির অবসরে সেই সাহস-জেদ-আগুন এবং ঔদ্ধত্যের একটা যুগের অবসান হল। আমার তো কিছুক্ষেত্রে সচিনের থেকেও বিরাট কোহলিকে এগিয়ে রাখতে ইচ্ছে কর। শুধুমাত্র মানসিক ভাবেই প্রতিপক্ষকে যে চাপে রাখে, ভারতীয় ক্রিকেটে তা বড় প্রভাব ফেলেছে। কোহলি গত এক দশকে ভারতীয় ক্রিকেটের হৃদয়।’
এখানেই শেষ নয়, সৌরভ-ধোনির মতো ক্যাপ্টেনের সঙ্গেও তুলনা করেছেন বিরাট কোহলিকে। গ্রেগ চ্যাপেল আরও লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে একটা সময় ছিল, বিদেশের মাটিতে ঘুমপাড়ানি ক্রিকেট খেলত। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় ক্যাপ্টেন হলেন, দক্ষতায় তো অবশ্যই প্রতিপক্ষের উপর মানসিক চাপও তৈরি করত। ভারতীয় ক্রিকেটের রূপ পরিবর্তন হয়েছিল। মহেন্দ্র সিং ধোনি ঠান্ডা মাথার ক্যাপ্টেন। সাদা-বলের ক্রিকেটেই ওর নেতৃত্বে সাফল্য বেশি। কিন্তু বিরাট কোহলি? ও পুরো আগুন জ্বেলেছিল। ও কোনও স্ক্রিপ্ট মেনে চলেনি। পুরোপুরি বাঁধনহারা ক্যাপ্টেন। নতুন অধ্যায় লিখেছে, যেখানে ভারত শুধু বিদেশের মাটিতে লড়াই করেছে তা নয়, জিতেছে এবং প্রতি ম্যাচে ক্রিকেট প্রেমীদের মনে এই আশা জুগিয়েছে, ভারত জিতবেই।’





