AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: তরুণদের বারুদ দিতে বিরাট… বড় দাবী ভারতীয় তারকা ক্রিকেটারের

৩৫ বছরের বিরাট কোহলি কখনও ফিটনেসের সঙ্গে আপস করেন না। তাঁকে দেখে একাধিক তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হয়। বর্তমানে বিরাট কোহলি ব্যস্ত আরসিবির হয়ে আইপিএলে খেলতে।

Virat Kohli: তরুণদের বারুদ দিতে বিরাট... বড় দাবী ভারতীয় তারকা ক্রিকেটারের
Virat Kohli: তরুণদের বারুদ দিতে বিরাট... বড় দাবী ভারতীয় তারকা ক্রিকেটারেরImage Credit: X
| Updated on: May 17, 2024 | 2:51 PM
Share

কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) ক্রিকেট প্রেম আর ফিটনেসের প্রতি ভালোবাসা নিয়ে যত চর্চা হয়, ততই কম। ৩৫ বছরের কোহলি কখনও ফিটনেসের সঙ্গে আপস করেন না। তাঁকে দেখে একাধিক তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হয়। বর্তমানে বিরাট কোহলি ব্যস্ত আরসিবির হয়ে আইপিএলে (IPL) খেলতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের তারকা বোলার মহম্মদ সামি (Mohammed Shami) কিং কোহলির ক্রিকেটের প্রতি ও ফিটনেসের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেছেন। বর্তমানে কোহলি আইপিএলে ব্যস্ত। আর মহম্মদ সামি অস্ত্রোপচারের পর রিহ্যাবে রয়েছেন।

একটা বিষয় অনেকেই বলেন, বিরাট মাঠে নামলে একটু বেশিই আগ্রাসী হয়ে পড়েন। তিনি জানেন, তাঁর ক্ষমতা কী। তিনি কিসে পারদর্শী। এটাই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করে। সম্প্রতি ক্রিকবাজ়কে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ সামি বলেছেন, ‘ফিটনেস হোক বা ব্যাটিং ও নিজের পরিকল্পনা সব সময় পরিষ্কার রাখে। শুধু তাই নয়, যখন বোলিং করে ও তখনও ১০০ শতাংশই দেয়। বিরাট এমন একটা মানুষ, যখনই ও মাঠে নামে সকলকে বুঝিয়ে দেয় যে ঠিক কেমন পারফর্ম করতে পারে।’

একাধিক তরুণ ক্রিকেটার বিরাট কোহলিকে নিজের আদর্শ মনে করেন। মহম্মদ সামি মনে করেন, তরুণ প্রজন্মের জন্য আদর্শ রোল মডেল বিরাট কোহলি। তিনি বলেন, ‘আজকের প্রজন্মের জন্য যদি এই ধরনের রোল মডেল থাকে, তা হলে কল্পনা করুন যে তারা কতটা শিখতে পারবে — ফিটনেস, দক্ষতা এবং আরও অনেক কিছু। যে দিক থেকে দেখা হবে সবকিছুর প্রতি ওর আনুগত্য খুঁজে পাওয়া যায়। বিরাট কোহলির মধ্যে সেটা প্রতিফলিত হয়। ওর মধ্যে সবকিছুই আছে। তরুণরা একজন রোল মডেলের মধ্যে যা চায়, সেটা বিরাট কোহলির মধ্যে রয়েছে।’