AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: কখনও ওঠেননি IPL নিলামে, কীভাবে এই আজব রেকর্ড গড়েছেন বিরাট কোহলি?

IPL Auction 2025: ঘুরে ফিরে ভারতীয় ক্রিকেট মহলে থেকে থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বড় নিলাম নিয়ে আলোচনা হয়। আইপিএলে বর্তমানে ১০ ফ্র্যাঞ্চাইজি রয়েছে। সকলেই এই মেগা নিলামে নিজের দলকে ঢেলে সাজাতে চাইবে।

Virat Kohli: কখনও ওঠেননি IPL নিলামে, কীভাবে এই আজব রেকর্ড গড়েছেন বিরাট কোহলি?
কখনও ওঠেননি IPL নিলামে, কীভাবে এই আজব রেকর্ড গড়েছেন বিরাট কোহলি?Image Credit: X
| Updated on: Sep 09, 2024 | 8:19 PM
Share

কলকাতা: এ বছরের শেষে পঁচিশের আইপিএলের মেগা নিলাম (IPL Auction)। ঘুরে ফিরে ভারতীয় ক্রিকেট মহলে থেকে থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বড় নিলাম নিয়ে আলোচনা হয়। আইপিএলে বর্তমানে ১০ ফ্র্যাঞ্চাইজি রয়েছে। সকলেই এই মেগা নিলামে নিজের দলকে ঢেলে সাজাতে চাইবে। কোন প্লেয়ার চলে যাবেন অন্য দলে, এই নিয়ে তীব্র আলোচনা হয় আইপিএল প্রেমীদের মধ্যে। অনেকেই মাঝে মাঝে দাবি তোলেন, বিরাট কোহলির (Virat Kohli) উচিত আইপিএল (IPL) টিম বদলে ফেলা। তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি আরসিবির হয়ে ১৭টা আইপিএল খেলেছেন। ভারতের ব্যাটিং মায়েস্ত্রো কিন্তু কখনও আইপিএল নিলামে ওঠেননি। এ কথা শুনে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু কেন কখনও নিলামে উঠতে হয়নি বিরাটকে, জানেন?

২০০৮ সাল থেকে আরসিবির সঙ্গে একসূত্রে বাঁধা বিরাট কোহলি। আইপিএলের প্রথম মরসুমে বিরাট তখন ইমার্জিং প্লেয়ার ছিলেন। সেই সময় দেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতিয়েছিলেন। তাঁর মধ্যে সম্ভবনা দেখে আরসিবি সরাসরি সই করিয়েছিল তাঁকে।

আসলে আইপিএলের প্রথম সংস্করণের নিলামে অনূর্ধ্ব-১৯ বিভাগের ক্রিকেটারদের ওঠাক ব্যবস্থা ছিল না। তাঁদের প্রি-সিজন ড্রাফ্টের মাধ্যমে দলগুলো নিয়েছিল। আর সেখানেই আরসিবি টিমে টেনে নেয় বিরাটকে। ২০১৩ সালে আরসিবির নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় কোহলিকে। অধিনায়ক হিসেবে দলকে চার বার প্লে অফে তুলেছেন বিরাট। কিন্তু একবারও ট্রফি জয়ের স্বাদ পায়নি বেঙ্গালুরু। সাফল্য না ধরা দিলেও আরসিবি কখনও ছাড়েননি বিরাট। আর আরসিবিরও ছাড়েনি কোহলিকে। তাই কখনও আইপিএল নিলামেও উঠতে হয়নি কিং কোহলিকে। এ বারও তাঁকে আইপিএল নিলামে উঠতে হবে না বলেই আশা করা যায়।